ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিজিবি-এমপিএফ সীমান্ত সম্মেলন শুরু

প্রকাশিত: ১০:১৩, ৬ জানুয়ারি ২০২০

 বিজিবি-এমপিএফ সীমান্ত সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমার পুলিশ ফোর্স (এমপিএফ) এর সিনিয়র পর্যায়ে পাঁচ দিনব্যাপী সপ্তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। রবিবার সকালে পিলখানার বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে এ সীমান্ত সম্মেলন শুরু হয়। সীমান্ত সম্মেলনে মিয়ানমারের চীফ অব পুলিশ জেনারেল স্টাফ, পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থান এর নেতৃত্বে আট সদস্যের মিয়ানমার প্রতিনিধিদল অংশগ্রহণ করছেন। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম এর নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির উর্ধতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
×