ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বারিতে উদ্ভিদের টিস্যু কালচার কৌশল বিষয়ক কর্মশালা শুরু

প্রকাশিত: ০৯:৩৯, ৬ জানুয়ারি ২০২০

 বারিতে উদ্ভিদের টিস্যু কালচার কৌশল বিষয়ক  কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) পাঁচ দিনব্যাপী উদ্ভিদের টিস্যু কালচার কৌশল বিষয়ক কর্মশালা রবিবার শুরু হয়েছে। বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালা উদ্বোধন করেন। জীব প্রযুক্তি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় বারি’র পরিচালক (গবেষণা) ড. মোঃ আব্দুল ওহাব, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মোঃ মিয়ারুদ্দীন, জীব প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদা খাতুন, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুল হাসান, ড. কামরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
×