ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে গুলিতে মা হাতির মৃত্যু

প্রকাশিত: ০৯:৩৮, ৬ জানুয়ারি ২০২০

 কক্সবাজারে গুলিতে  মা হাতির মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগার গহীন অরণ্যে একটি মা-হাতিকে গুলি করে মেরেছে দুষ্কৃতকারীরা। ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের খুটাখালী মৌজার কাইস্যার ঘোনা এলাকা থেকে ওই মৃত হাতিটি উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়রা জানান, হাতির দাঁত ও হাড় বিক্রি করতে এক শ্রেণীর সংঘবদ্ধ দল হাতিটিকে গুলি করেছে জঙ্গলে। গুলির আঘাত ও শরীরের যন্ত্রণায় কাতর মা হাতিটি তার শাবককে নিয়ে লোকালয়ের কাছাকাছি এলাকায় চলে আসে শনিবার বিকেলে। খুটাখালী মৌজার কাইস্যার ঘোনা এলাকায় এসে মৃত্যুর কোলে ঢলে পড়ে মা হাতিটি। তারা বলেন, একটি মৃত মা-হাতির পাশে একটি শাবক বার বার শুয়ে পড়ছিল। গড়াগড়ি খাচ্ছিল এবং দু’চোখ বেয়ে ঝরছিল অশ্রু। মাকে উঠানোর জন্য বার বার এদিক-সেদিক দৌড়াদৌড়ি করেছিল শাবকটি। মায়ের কোন সাড়াশব্দ ও নড়াচড়া না পেয়ে চোখ-মুখ স্পর্শ করছিল বার বার। মায়ের প্রতি অবুঝ হাতি শাবকের ভালবাসার দৃশ্য দেখে উপস্থিত সবার চোখও পানিতে ভিজে যায়। মৃত হাতিটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
×