ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত

প্রকাশিত: ০৯:৩৮, ৬ জানুয়ারি ২০২০

 ফতুল্লায় ছুরিকাঘাতে ইজিবাইক  চালক নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় ছুরিকাঘাতে টিপু হাওলাদার (২৮) নামে ব্যাটারিচালিত এক ইজিবাইক চালক নিহত হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত টিপু হাওলাদার বরিশাল জেলার দিদারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। সে ফতুল্লার ভোলাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে কয়েক ছিনতাইকারী যাত্রী বেশে একটি ইজিবাইক ভাড়া করে কাশিপুর এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে সশস্ত্র ছিনতাইকারীরা টিপু হাওলাদারের ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় সে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। সাতক্ষীরায় দুই ঝুলন্ত লাশ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, শ্যামনগরের আমীর আলী (৪৫) ও ফাতেমা খাতুন (২১) নামে দুই নারী পুরুষ আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনীর গ্রাম ও কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। মৃতরা হলেন বুড়িগোয়ালিনীর তাকিম গাজীর ছেলে আমীর আলী ও কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাবুল হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা জানান, আমীর আলীর মরদেহ নিজ বাড়ির আড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অপরদিকে ফাতেমা খাতুনের মরদেহ স্বামীর বাড়ির আড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। উভয় ঘটনায় দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। টঙ্গীতে যুবক নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, রবিবার ন্যাশনাল টিউবস রোড থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা কে বা কারা তাকে হত্যা করে লাশটি এখানে ফেলে রেখে যায়।
×