ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জে চার ইটভাঁটির ২২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:৩৫, ৬ জানুয়ারি ২০২০

 কেরানীগঞ্জে চার ইটভাঁটির ২২  লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৫ জানুয়ারি ॥ দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকার ৪টি ইটভাঁটিকে ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। রবিবার বেলা ১১টা থেকে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে বেলা ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে জরিমানার পাশাপাশি ওই ইটভাঁটিগুলো বন্ধ করে দেয়া হয়। ইটভাঁটিগুলো হলো- থ্রি স্টার ব্রিক, এনবিএন ব্রিক, সুজন ব্রিক, টিবিএন ব্রিক। এর মধ্যে টিবিএন ব্রিককে ৪ লাখ ও বাকি তিনটি ইটভাঁটিকে ৬ লাখ করে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে জানান, করতোয়া নদী দূষণ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ৬ প্রসেস মিল মালিকের কাছ থেকে ৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ও রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আক্তারুজ্জামান টুকু আব্দুর রাজ্জাক রাজার ২ লাখ টাকা, শফিকুল ইসলামের দেড় লাখ টাকা, জাহিদুল ইসলামের দেড় লাখ টাকা, নুরুল আলমের ১ লাখ টাকা, রফিকুল ইসলামের ১ লাখ টাকা ও হাজী মহসিনের ১ লাখ টাকা জরিমানা আদায় করেন।
×