ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলসাগর ট্রেনে যুক্ত হলো অতিরিক্ত কোচ ॥ বাড়ল ৯৩ আসন

প্রকাশিত: ০৯:৩৪, ৬ জানুয়ারি ২০২০

 নীলসাগর ট্রেনে যুক্ত হলো  অতিরিক্ত কোচ ॥ বাড়ল ৯৩  আসন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চিলাহাটি-ডোমার-নীলফামারী-সৈয়দপুর-ঢাকা পথে চলাচলকারী একমাত্র আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিতে যুক্ত করা হয়েছে অতিরিক্ত কোচ। রেলমন্ত্রীর এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন হস্তক্ষেপে ওই ট্রেনটিতে অতিরিক্ত কোচ সংযোজন হওয়ায় ৯৩টি আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে আসন সঙ্কট কেটেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। গত ৩১ ডিসেম্বর দৈনিক জনকণ্ঠের ১৫ পাতায় ‘নীলসাগর এক্সপ্রেসে আসন সংখ্যা কমানোয় যাত্রীদের ক্ষোভ’ শিরোনামে বিস্তারিত খবর প্রকাশিত হয়। সূত্রমতে ওই খবর প্রকাশের পর রেলমন্ত্রী রেলের পরিবহন বিভাগকে নীলসাগর ট্রেনের কোচ সংযোজন ও আসন বৃদ্ধির নির্দেশ দেন। ওই নির্দেশের প্রেক্ষিতে রবিবার থেকে নীলসাগর ট্রেনটি ১৩টি কোচ নিয়ে চলাচল করছে ও আসন সংখ্যা ৯৩টি বৃদ্ধি পেয়েছে।
×