ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাবি ভিসির অপসারণ দাবিতে আবারও বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৩৪, ৬ জানুয়ারি ২০২০

 জাবি ভিসির অপসারণ  দাবিতে আবারও  বিক্ষোভ

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আবারও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নতুন কলা ভবন সংলগ্ন মুরাদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে আন্দোলনের অন্যতম সংগঠক ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খবির উদ্দীন বলেন, ‘আমরা একটি পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় দেখতে চাই। আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন কর্মসূচীর মধ্যে আছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়েছে সেটা উদঘাটন করার জন্যই আমরা আন্দোলন শুরু করেছি। ইতোমধ্যে আমরা দুর্নীতির সব প্রমাণপত্র গণমাধ্যমে প্রকাশ করেছি। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে হস্তান্তর করেছি।
×