ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে সঙ্গীতসন্ধ্যা

প্রকাশিত: ০৯:১৫, ৬ জানুয়ারি ২০২০

 লালমনিরহাটে সঙ্গীতসন্ধ্যা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজে ছয় দিনব্যাপী ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদ্যাপনের দ্বিতীয় দিন শুক্রবার রাত ৮টায় কলেজ ক্যাম্পাসে গান করে উপমহাদেশের বাংলা গানের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এএসএম মনওয়ারুল হক। শুক্রবার রাত সাড়ে ৮টায় উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে শুরু হবে এ সাংস্কৃতিক সন্ধ্যা। এই সঙ্গে মঞ্চ মাতাবেন সাবিনা ইয়াসমিনের সহকারী সঙ্গীত শিল্পীরা। সাবিনা ইয়াসমিনের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থাপনা করবেন উত্তর বাংলা কলেজের বাংলা বিভাগের প্রধান ড. আবু শাহাদাত রুবেল। সেখানে ৬ হাজার রেজিস্ট্রেশন কৃত শিক্ষার্থীরা সাবিনা ইয়াসমিনের সাংস্কৃতিক সন্ধ্যা ফ্রিতে উপভোগ করতে পাবেন। তবে বাইরের দর্শকরা অগ্রীম কার্ড সংগ্রহ করে অনুষ্ঠান উপভোগ করবেন। এছাড়াও অনুষ্ঠানে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যগোষ্ঠী নাটক পরিবেশন করবেন (গীতি চন্দ্রা মতি)। রংপুর অঞ্চলের ভাওইয়া গানসহ গ্রাম বাংলার নৃৃত্য পরিবেশন থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান। উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ছয় দিনব্যাপী রজতজয়ন্তী উদ্যাপনে প্রতিদিনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনী ও ভারতীয় শিল্পীদের বিভিন্ন পরিবেশনা।
×