ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় দুই দিনব্যাপী বাউল উৎসব

প্রকাশিত: ০৯:১৪, ৬ জানুয়ারি ২০২০

মাগুরায় দুই দিনব্যাপী বাউল উৎসব

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় দুই দিনব্যাপী বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের দোয়ারপাড় কোকিল কুঞ্জ প্রাঙ্গণে এ অনুষ্ঠন শেষ হয়। বৃহস্পতিবার রাতে এ অনুষ্ঠান শুরু হয়েছিল। বিশিষ্ট লালন গবেষক ফকির মনোরঞ্জন সাঁইজির ষষ্ঠ মৃত্যুবাষির্কী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফকির মনোরঞ্জন সাঁইজির ছেলে অধ্যক্ষ তপন কুমার বসু এ অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। উৎসবে মাগুরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মেহেরপুর, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশ নেন। লালন দর্শনের উপর বক্তব্য রাখেন অধ্যক্ষ তপন কুমার বসু, সবিতা বসু, মঞ্জুরুল হক পান্না, কেরামত আলী, গোলাম মোস্তফা প্রমুখ। উৎসবে বাউল সঙ্গীত পরিবেশন করেন তমাল তনু বসু, নূর আলী, আলমগীর সাই, বিমল সাঁইজি, অধির গোস্বামী, আজগর সাঁইজি প্রমুখ। তারা লালন শাহের নানা ধরনের গান গেয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। শুক্রবার বিকেলে ভোজের মাধ্যমে শেষ হয় দুই দিনব্যাপী বাউল উৎসব।
×