ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হংকংয়ে হাজার হাজার বিক্ষোভকারী ফের রাজপথে

প্রকাশিত: ০৯:০৪, ৬ জানুয়ারি ২০২০

 হংকংয়ে হাজার হাজার  বিক্ষোভকারী ফের রাজপথে

সরকারের ওপর প্রবল চাপ সৃষ্টির জন্য গণতন্ত্রপন্থী হাজার হাজার আন্দোলনকারীরা রবিবার হংকংয়ের সীমান্তের কাছে একটি শহরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভকারীরা তথাকথিত বাণিজ্যিক এলাকা শিয়াং শুইয়ে গিয়ে সেখানের ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এই ব্যবসায়ীরা হংকং হতে শুল্কমুক্ত দ্রব্যাদি ক্রয় করেন এবং অধিক লাভের জন্য তারা চীনের মূল ভূখ-ে গিয়ে ওই সব দ্রব্য বিক্রি করেন। স্থানীয়রা জানান, এর ফলে দ্রব্যের দাম বেড়ে যেতে পারে এবং হংকং ও চীনের অধিবাসীদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। রবিবারের বিক্ষোভে অন্তত দশ হাজার মানুষ অংশ নেন। শিশু ও পরিবারের অন্য সদস্যসহ বিক্ষোভে অংশগ্রহণকারীরা উচ্চৈঃস্বরে স্লোগান দিতে দিতে মার্চ করে। ১৯ বছর বয়সী শিক্ষার্থী জেসমিন বলেন, ‘আমি সরকারকে বলতে চাই যে, আরও বিক্ষোভকারী এখন এ পথে আসছেন।’-রয়টার্স
×