ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

প্রকাশিত: ১৩:৪৫, ৫ জানুয়ারি ২০২০

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরাকের রাজধানী বাগদাদের গ্রীন জোন। এখানে একাধিক সরকারী দফতরের সঙ্গে বিদেশী দূতাবাস রয়েছে। গ্রীন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই একটি রকেট আঘাত হেনেছে। এছাড়া গ্রীন জোনের কাছের জাদ্রিয়া এলাকা এবং বালাদ বিমান ঘাঁটি, যেখানে মার্কিন সৈন্যরা রয়েছেন সেখানেও রকেট নিক্ষেপ করা হয়েছে। এসব ঘটনায় কেউ নিহত হয়নি বলে ইরাকের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে। তবে জাদ্রিয়ায় অন্তত পাঁচজন আহতের খবর দিয়েছে পুলিশ। খবর বিবিসি ও ওয়েবসাইটের। বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পরদিন এই হামলা হলো। শনিবারের রকেট হামলা নিয়ে ইরাকের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘বাগদাদের সেলিব্রেশন স্কয়ার ও জাদ্রিয়া এলাকা এবং সালাহউদ্দিন প্রদেশের বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে কোন প্রাণহানি হয়নি।’ বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে দুটি কাতিউশা রকেট নিক্ষিপ্ত হয়েছে বলে নিরাপত্তা সংশ্লিষ্ট দুইজন রয়টার্সকে জানিয়েছেন। আর বাগদাদের জাদ্রিয়া এলাকায় একটি মর্টার আঘাত হেনেছে এবং তাতে পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
×