ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিলেটকে হারিয়ে রাজশাহীও প্লে অফে

প্রকাশিত: ১২:৪৯, ৫ জানুয়ারি ২০২০

সিলেটকে হারিয়ে রাজশাহীও প্লে অফে

রুমেল খান ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে শনিবারের রাতের খেলায় অনায়াসে জয় কুড়িয়ে নিয়েছে রাজশাহী রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা স্বাগতিক সিলেট থান্ডারকে ৬ উইকেটে হারায়। নিজেদের দশম ম্যাচে এটা রাজশাহীর সপ্তম জয়। ১৪ পয়েন্ট নিয়ে তারা ফের চলে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে সমান পয়েন্ট চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। তবে নিট রান রেটে পিছিয়ে যায় চট্টগ্রাম আছে দুইয়ে। আর নিজেদের একাদশ ম্যাচে এটা সিলেট থান্ডারের দশম হার। মাত্র ২ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের তলানিতে (৭ দলের মধ্যে সপ্তম)। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফ খেলা নিশ্চিত করেছে রাজশাহী রয়্যালস। শনিবারের ম্যাচে প্রথম টস জিতে সিলেট আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৪৩ রান। দলের সর্বোচ্চ টপ স্কোরার চার নম্বরে নামা উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন। ৩৮ বলে ৪৭ রান করে রান আউট হয়ে যান তিনি (বাউন্ডারি ৩, ছক্কা ২)। দ্বিতীয় সর্বাধিক ২৫ রান করে করেন দুই উইলোবাজ। দুজনেই ক্যারিবীয়। একজন ওপেনার ও দলীয় অধিনায়ক আন্দ্রে ফ্লেচার (৩৩ বল) এবং অপরজন মিডল অর্ডার ব্যাটসম্যান শেরফানে রাদারফোর্ড (১১ বল)। এছাড়া ওপেনার আব্দুল মজিদ ১৬, নাজমুল হোসেন মিলন অপরাজিত ১৩, ওয়েস্টন্ডিয়ান জনসন চার্লস ৮ ও দেলোয়ার হোসেন অপরাজিত ২ রান করেন। সোহাগ গাজী ০ রানে স্ট্যাম্পিং আউট হন। রাজশাহীর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন স্পিনার অলক কাপালী। ১৪ রানে ২ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ১টি করে উইকেট লাভ করেন মোহাম্মদ ইরফান (১/১৮) এবং আবু জায়েদ (১/২৯)। জবাবে রান তাড়া করতে নেমে রাজশাহী ১৫.১ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১৪৫ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায়। ওপেনার আফিফ হোসেন ৩০ বলে ৪৬ রান করে দলের টপ স্কোরার। কপাল মন্দ আফিফের। রান আউট হয়ে যাওয়ায় অর্ধশতকের দেখা পাননি। অপর ওপেনার লিটন দাস করেন ২০ বলে ৩৬ রান। এছাড়া অধিনায়ক-পাকিস্তানী শোয়েব মালিক করেন ২২ বলে ২৭ রান। ইরফান শুক্কুর ১০, রবি বোপারা ১ (অপঃ) এবং মোহাম্মদ নেওয়াজ ১৭ (অপঃ, ৭ বলে) রান করে বাকি কাজটুকু অনায়াসেই করে ফেলেন। ইনিংসের তখনও বাকি আরও ২৯ বল। বৃথা যায় সিলেটের বোলার দেলোয়ার হোসেনের (২/১১) এবং রাদারফোর্ডের (১/৩১) বোলিং। টস : সিলেট। স্কোর ॥ সিলেট থান্ডার ২০ ওভারে ৬/১৪৩ রান (মোহাম্মদ মিঠুন ৪৭, আন্দ্রে ফ্লেচার ২৫, শেরফানে রাদারফোর্ড ২৫, আব্দুল মজিদ ১৬, নাজমুল হোসেন মিলন *১৩, জনসন চার্লস ৮ ও দেলোয়ার হোসেন *২; অলক কাপালী ২/১৪, মোহাম্মদ ইরফান ১/১৮, আবু জায়েদ ১/২৯); রাজশাহী রয়্যালস ১৫.১ ওভারে ৪/১৪৫ রান (আফিফ হোসেন ৪৬ রান, লিটন দাস ৩৬ রান, শোয়েব মালিক ২৭, ইরফান শুক্কুর ১০, মোহাম্মদ নেওয়াজ *১৭, রবি বোপারা *১; দেলোয়ার হোসেন ২/১১, রাদারফোর্ড ১/৩১)। ফল : রাজশাহী রয়্যালস ৬ উইকেট জয়ী। ম্যাচ সেরা : আফিফ হোসেন (রাজশাহী রয়্যালস)।
×