ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এভারটনের বিরুদ্ধে সতর্ক ক্লপ

প্রকাশিত: ১১:৫২, ৫ জানুয়ারি ২০২০

এভারটনের বিরুদ্ধে সতর্ক ক্লপ

স্পোর্টস রিপোর্টার ॥ এফএ কাপের তৃতীয়পর্বের লড়াইয়ে নিজেদের মাঠে এভারটনকে আজ স্বাগত জানাবে লিভারপুল। তবে কার্লো আনচেলত্তির অধীনে এভারটন এখন দুর্দান্ত। বার্নলি এবং নিউক্যাসল ইউনাইটেডের মতো দলকে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে তারা। যে কারণে বেশ সতর্ক লিভারপুলের অভিজ্ঞ কোচ জার্গেন ক্লপ। ম্যাচের আগে শিষ্যদের সতর্কবার্তা দিয়ে জার্গেন ক্লপ বলেন, ‘তারা (এভারটন) এখন জ্বলে উঠতে শুরু করেছে। এটা মোটেই বিস্ময়ের কিছু নেই। তবে তাদের মতো দলের বিপক্ষে অবশ্যই আমাদের সে রকমই প্রস্তুতি নিয়ে লড়াইয়ে নামতে হবে। এই ম্যাচের আগে আমাদের স্বাগতিক সমর্থকদের সহযোগিতা প্রয়োজন। কাপে এটাই কেবল আমাদের জন্য এগিয়ে থাকা। এই ম্যাচে ফেবারিট বলতে কেউ নেই। কেননা একই শহরের দুটি দল যারা একে অপরের মুখোমুখি হচ্ছে। এটা ডার্বি ম্যাচ। নিঃসন্দেহে অনেক বড় ম্যাচ।’ মাত্র ছয় সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বারের মতো কার্লো আনচেলত্তির মুখোমুখি হতে চলেছেন জার্গেন ক্লপ। মজার ব্যাপার হলো দুইবার দুই দলের হয়ে লিভারপুলের বিপক্ষে নামছেন কার্লো আনচেলত্তি। এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে নেপোলির হয়ে লিভারপুলের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই ম্যাচে ১-১ ব্যবধানে ড্র করে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা লিভারপুলকে রুখেও দিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু এর কিছুদিন পরই নেপোলি থেকে বরখাস্ত হন বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম সেরা এই কোচ। তবে বেশিদিন ডাগআউটের বাইরে থাকতে হয়নি সাবেক এসি মিলান, রিয়াল মাদ্রিদ এবং বেয়ার্ন মিউনিখের এই অভিজ্ঞ কোচকে। গত মাসেই তাকে নিয়োগ দেয় ইংলিশ ক্লাব এভারটন। তার প্রশংসায় পঞ্চমুখ জার্গেন ক্লপ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যে সকল কোচের মুখোমুখি হয়েছি তাদের মধ্যে কার্লো আনচেলত্তি সবচেয়ে স্মার্ট। এভারটনের ভাল স্কোয়াড না থাকলে নিশ্চিত সে এই দলের দায়িত্ব নিতেন না। এভারটন দলটা সত্যিই খুব ভাল। গত কয়েক বছরে ট্রান্সফার মার্কেটে তারা খুব ভাল বিনিয়োগ করেছে। এই সময়ে সত্যিই বেশ কিছু ভাল খেলোয়াড় কিনেছে তারা। কিন্তু যে কোন কারণেই হয়তো দল ভাল খেলতে পারেনি। তবে ফুটবলে ভাল কোচ আর ভাল স্কোয়াডের সমন্বয় দারুণ সহায়ক ভূমিকা পালন করে।’
×