ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিদের প্রত্যাশা নাসিমকে নিয়ে

প্রকাশিত: ১১:৫২, ৫ জানুয়ারি ২০২০

পাকিদের প্রত্যাশা নাসিমকে নিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসের শেষে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। এখনও সফরটি চূড়ান্ত না হলেও সিরিজে ৩ টি২০ ও ২ টেস্ট রয়েছে। টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনীহা থাকলেও টি২০ সিরিজ প্রায় নিশ্চিতই। সেই সিরিজে খেলার জন্য পাকিস্তান অনুর্ধ-১৯ দল থেকে বাদ দেয়া হয়েছে ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহকে। চলতি মাসে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া অনুর্ধ-১৯ বিশ্বকাপ খেলার কথা ছিল তার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটেই এ বিস্ময় বালককে বেশি সুযোগ করে দেয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে যুব বিশ্বকাপ স্কোয়াড থেকে সরিয়ে নিয়েছে। তার পরিবর্তে ১৮ বছর বয়সী পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে পাক যুব দলে নেয়া হয়েছে। হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন নাসিম। গত নবেম্বরে অস্ট্রেলিয়া সফরে টেস্ট অভিষেক হয় এ তরুণের। পরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতেও ২ টেস্ট খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর পরই সুযোগ পেয়েছিলেন অনুর্ধ-১৯ বিশ্বকাপে খেলার। কিন্তু তাকে পাকিস্তান অনুর্ধ-১৯ দল থেকে প্রত্যাহার করে নিয়েছে পিসিবি। এর মূল কারণ বাংলাদেশের বিপক্ষে আসন্ন ঘরোয়া সিরিজ। নাসিমকে যুব ক্রিকেটের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলানোর দিকেই বেশি আগ্রহী পাকিস্তান। আর সে কারণেই বিশ্বকাপ থেকে তার নাম বাদ দেয়া হয়েছে। আগামী ১৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে যুব বিশ্বকাপ। ঠিক ওই সময়ই বাংলাদেশ দল আসবে পাকিস্তানে। তাই নাসিমকে বাদ দিয়ে যুব বিশ্বকাপের দলে নেয়া হয়েছে ১৮ বছর বয়সী মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে।
×