ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত-শ্রীলঙ্কা প্রথম টি২০ আজ

প্রকাশিত: ১১:৫১, ৫ জানুয়ারি ২০২০

ভারত-শ্রীলঙ্কা প্রথম টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরের প্রথম টি২০ সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে আইসিসি টি২০ বিশ্বকাপের সপ্তম আসর। সব দেশই এখন দল গোছাতে ব্যস্ত। ভারত আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে, ওয়ানডেতে দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলিদের টি২০তে অবস্থা ভাল নয়। র‌্যাঙ্কিংয়ের পাঁচে তারা। সিরিজের প্রতিপক্ষ শ্রীলঙ্কা সাত নম্বরে। শীর্ষে পাকিস্তান। ঘরের মাটিতে ভারত সবসময় শক্তিশালী। গত নবেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জিতলেও একটি করে ম্যাচ হেরেছিল স্বাগতিকরা। ইনজুরি কাটিয়ে জাসপ্রিত বুমরাহ ফেরায় ভারতের বোলিং শক্তি অনেক বাড়বে। অন্যদিকে গত বছর পাকিস্তান সফরে ওয়ানডে-টেস্ট হারলেও ৩-০তে টি২০ সিরিজ জিতে চমক দেখায় লঙ্কানরা। অধিনায়ক লাসিথ মালিঙ্গা জানিয়েছেন তাদের লক্ষ্য টি২০ বিশ্বকাপের দল গুছিয়ে নেয়া। গুয়াহাটিতে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়েন বুমরাহ। বেশ দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তুখোড় এই ভারতীয় পেসার। অনুশীলনে পূর্ণউদ্যোমে বোলিং করেছেন বুমরাহ। সিরিজে প্রতিপক্ষ শিবিরে মালিঙ্গা থাকায় তৈরি হয়েছে বাড়তি আকর্ষণ। বুমরাহ সময়ের অন্যতম সেরা পেসার। মালিঙ্গাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। টেস্ট-ওয়ানডে ছাড়ার পর যিনি এখন খেলছেন কেবল টি২০তে। এটা অনেকটাই অনুমিত যে আগামী বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বিজাতীয় এ্যাকশনের অধিকারী তুখোড় এই পেসার। ফিট হয়ে ফেরা বুমরাহ গতিময় ইয়র্কারের সঙ্গে দুর্দান্ত সব স্লোয়ার যোগ করেছেন। অনুশীলনে তাকে আরও ফুরফুরে মেজাজে দেখা গেছে। সুইজারল্যান্ডে ছুটি কাটিয়ে ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ারকে নিয়ে অধিনায়ক কোহলিও কঠোর অনুশীলন করেছেন। বরাবরের মতো ফিল্ডিংয়ে বেশ সিরিয়াস ছিলেন ভারত অধিনায়ক। ২০১৮’র অক্টোবরে এমনি ছুটি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরেই ওয়ানডেতে ১০৭ বলে ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন সুপার কোহলি। এই সিরিজে অবশ্য রোহিত শর্মা বিশ্রমে। তবে শিখর ধাওয়ান, মানীষ পা-ে, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনরা জ্বলে উঠলে শ্রীলঙ্কার বিপদই আছে। পেস বোলিংয়ে বুমরাহর সঙ্গী হবেন নবদীপ সাইনি, শার্দুল ঠাকুররা। স্পিনে কুলদীপ যাদব-যুবেন্দ্র চাহাল। অন্যদিকে লঙ্কান শিবিরে আলোচিত এ্যাঞ্জেলো ম্যাথুসের ফেরা। দীর্ঘ প্রায় ১৬ মাস পর টি২০ স্কোয়াডে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক। বর্তমান টি২০ অধিনায়ক মালিঙ্গা বলেন, ‘এ্যাঞ্জেলো খুবই অভিজ্ঞ ক্রিকেটার। আমরা ওর কাছ থেকে অনেক কিছু আশা করছি। দলের তরুণ ক্রিকেটাররা এ্যাঞ্জেলোর থেকে শিখতেও পারে। ও জানে কিভাবে ম্যাচ টেনে নিয়ে যেতে হয় শেষ পর্যন্ত।’ তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপের কথা মাথায় রাখলে ভারতের বিরুদ্ধে এই সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের সিরিজে আমরা সবাইকে সুযোগ দিতে পারব না। কিন্তু যাদের দেয়া হবে তাদের ভাল করে দেখে নিতে চাই। টি২০ বিশ্বকাপ আর আট মাস দূরে। আমাদের নজরে এখন বিশ্বকাপ।’ ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত মুখোমুখি ১৬ টি২০’র ১১টিতে জিতে এগিয়ে ভারত। শ্রীলঙ্কার জয় ৫ ম্যাচে। সর্বশেষ ২০১৮’র মার্চে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টি২০ সিরিজ ১-১এ ড্র হয়।
×