ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রীষ্মেই ম্যানসিটি ছাড়ছেন কোচ গার্ডিওলা!

প্রকাশিত: ১১:৫১, ৫ জানুয়ারি ২০২০

গ্রীষ্মেই ম্যানসিটি ছাড়ছেন কোচ গার্ডিওলা!

স্পোর্টস রিপোর্টার ॥ কোচ হিসেবে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় দারুণ সফল ছিলেন পেপ গার্ডিওলা। তারপরও দীর্ঘস্থায়ী হননি কাতালান ক্লাবটিতে। সফল হয়ে খুব বেশিদিন থাকেননি বেয়ার্ন মিউনিখেও। তবে ইংলিশ প্রিমিয়ার লীগে ইতোমধ্যেই চার বছর হয়ে গেছে গার্ডিওলার। এই সময়ের পারফর্মেন্সে স্প্যানিশ কোচ সফল। বিশেষ করে গত মৌসুমে তার পারফর্মেন্স ছিল দারুণ প্রশংসনীয়। ম্যানচেস্টার সিটিকে ঘরোয়া ট্রেবল শিরোপা উপহার দেন পেপ গার্ডিওলা। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লীগে টানা দুইবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ২০১৯-২০ মৌসুমের পারফর্মেন্স খুব একটা ভাল নয়। লীগে এবার পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে তার দল। ২১ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট সংগ্রহ সিটিজেনদের। সমানসংখ্যক ম্যাচ থেকে এক পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রয়েছে লিচেস্টার সিটি। লীগ টেবিলের শীর্ষে এবার লিভারপুল। এক ম্যাচ কম খেলেও ম্যানচেস্টার সিটির চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। যে কারণে প্রিমিয়ার লীগের শিরোপাটা এবার লিভারপুলই জিততে যাচ্ছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞদের অনেকে। গার্ডিওলাও শিকার করে নিয়েছেন যে এবার লীগের শিরোপার লড়াই ইতোমধ্যেই শেষ। তবে শিরোপা ধরে রাখতে না পারলেও সম্প্রতি এক সাক্ষাতকারে গার্ডিওলা জানিয়েছেন ম্যানসিটিতে তিনি সুখেই আছেন। এমনকি ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি-স্বাক্ষরও করতে রাজি গার্ডিওলা। তবে ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার মাইকেল রবার্ট ব্রাউন দিলেন এক চমকপ্রদ তথ্য। ৪২ বছর বয়সী এই ফুটবল বিশ্লেষক জানালেন, আসছে গ্রীষ্মেই নাকি ম্যানসিটি ছাড়বেন গার্ডিওলা। অর্থাৎ এটাই সিটির সঙ্গে গার্ডিওলার শেষ মৌসুম। রেডিও ফাইভ লাইভকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, চলতি মৌসুমের শেষেই ম্যানচেস্টার সিটি ছেড়ে যাবেন পেপ গার্ডিওলা।’ এদিকে মৌসুমের শেষেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনহোর সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তবে চুক্তি শেষের আগে তা নবায়নের আশা করছেন সিটিজেনদের কোচ। ৩৪ বছর বয়সী ফার্নান্দিনহো ইতোমধ্যেই সিটির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে। মিডফিল্ডার হিসেবে এতদিন পর্যন্ত দলকে সার্ভিস দিলেও বেশ কিছু ইনজুরি সমস্যার কারণে এবার মৌসুমের শুরু থেকেই সেন্টারব্যাকে খেলতে হচ্ছে তাকে। ২০১৩ সালে শাখতার দোনেস্ক থেকে যোগ দেবার পর এখন পর্যন্ত সিটির হয়ে তিনটি লীগ শিরোপা জিতেছেন ফার্নান্দিনহো। ইতিহাদ স্টেডিয়ামে থাকার সময় নিজের যোগ্যতা বেশ ভালভাবেই প্রমাণ করেছেন তিনি। যে কারণে গার্ডিওলাও চাচ্ছেন তাদের মধ্যে সুসম্পর্কটা যেন আরও বৃদ্ধি পায়। এ সম্পর্কে গার্ডিওলা বলেন, ‘অবশ্যই আমি তাকে আরও কিছুদিন থাকতে বলব। তার ব্যাপারে আমি খুবই আত্মবিশ্বাসী। যে সাড়ে তিন বছর আমরা একসঙ্গে ছিলাম তাতে আমি দারুণ সন্তুষ্ট। প্রথমদিন থেকেই সে আমাকে সন্তুষ্ট করেছে। ক্লাব তার কাছে কি চায় সে খুব ভালভাবেই জানে। ক্লাবের ইতিহাসে ফার্নান্দিনহো অন্যতম সেরা খেলোয়াড়।’ অমারিক লাপোর্তের ইনজুরির কারণ মধ্যমাঠ থেকে নীচে নামতে বাধ্য হন ফার্নান্দিনহো। এছাড়াও জন স্টোনস ও নিকোলাস ওটামেন্ডিও এবারের মৌসুমে ইনজুরি আর ফর্মহীনতার কারণে খেলতে পারেননি অনেক ম্যাচ।
×