ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কখনোই রোনাল্ডো-রুনির ছায়া ছিলাম না ॥ ন্যানি

প্রকাশিত: ১১:৫০, ৫ জানুয়ারি ২০২০

কখনোই রোনাল্ডো-রুনির ছায়া ছিলাম না ॥ ন্যানি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের সর্বোচ্চ শিরোপাজয়ী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। দীর্ঘ ৮ মৌসুম এই ক্লাবের জার্সিতে খেলেছেন পর্তুগীজ উইঙ্গার ন্যানি। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় দলের বড় তারকা ছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রায়ান গিগস এবং ওয়েন রুনির মতো ফুটবলাররা। দীর্ঘ সময় ধারাবাহিকভাবে রোনাল্ডো-রুনিরা সতীর্থ হিসেবে থাকলেও কখনও তাদের ছায়া হয়ে পড়েননি ন্যানি। বরং তাদের সঙ্গে দারুণ সময় অতিক্রম করেছেন বর্তমানে ওরল্যান্ডো সিটির হয়ে প্রতিনিধিত্ব করা এই পর্তুগীজ মিডফিল্ডার। এ প্রসঙ্গে ‘ট্রিবুনা এক্সপ্রেসো’র করা এক প্রশ্নের জবাবে ন্যানি বলেন, ‘না, কখনই রোনাল্ডো, গিগস (রায়ান) অথবা রুনির ছায়া ছিলাম না। বরং আমরা একসঙ্গে চমৎকার একটা দল ছিলাম।’ জাতীয় দল এবং ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে দুই বছর খেলেছেন ন্যানি। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন সিআর সেভেন। তবে স্বদেশী সতীর্থের সঙ্গে ওল্ড ট্র্যাফোর্ডের সময়টা ন্যানির দারুণ উপভোগ্য ছিল। এ প্রসঙ্গে ন্যানি বলেন, ‘রোনাল্ডোর সঙ্গে অসংখ্য ম্যাচে আমি শুরু থেকে খেলেছি। কিছু কিছু দলের বিপক্ষে ন্যানি-রোনাল্ডোই ছিল ভরসা। অন্যথায় ছিল রোনাল্ডো-রুনি। আমি অবশ্য সৌভাগ্যবান। কেননা ম্যানচেস্টারে যখন যোগ দিই প্রথম দুই বছরে অনেক ম্যাচ খেলেছি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লীগে আমিই ছিলাম বেশি ম্যাচ খেলা খেলোয়াড়। যে কারণে এসব বিষয়ে অভিযোগ করার কিছুই নেই।’ সেই সময়ে অনেকেই রোনাল্ডো-আর ন্যানির স্টাইলকে অভিন্ন বলে মনে করতেন। তবে রোনাল্ডো ম্যানইউ ছাড়ার পরও বেশ ভাল খেলতে থাকেন ন্যানি। কিন্তু সিআর সেভেনকে হারানোর দুই বছর পর থেকেই বাজে সময় শুরু হয় তার। ইনজুরির কারণে নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন পর্তুগীজ মিডফিল্ডার। ন্যানির ভাষ্যমতে, ‘রোনাল্ডোর ম্যানইউ ছাড়ার প্রথম দুই বছরও বেশ ভাল সময় গেছে আমার। তারপরই আমার দুর্ভাগ্যের সূচনা। ইনজুরির কারণে অনেক ম্যাচেই প্রতিনিধিত্ব করার সুযোগ হারিয়ে ফেলি।’ তবে রোনাল্ডো-রুনিরা ছিলেন ইউনাইটেডের মূল গোলদাতা। প্রতিপক্ষের জালে গোল করাটাই ছিল তাদের আসল কাজ। তবে ন্যানি নিজেকে তাদের চেয়ে ভিন্ন ধরনের ফুটবলার হিসেবে মন্তব্য করেন।
×