ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বার্টির প্রশংসায় কারবার

প্রকাশিত: ১১:৪৮, ৫ জানুয়ারি ২০২০

বার্টির প্রশংসায় কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে এ্যাশলে বার্টির। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছেন তিনি। এই সময়ে ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান অস্ট্রেলিয়ান টেনিসের প্রতিভাবান খেলোয়াড়। শেষটাও রাঙিয়ে নিয়েছেন তিনি। সম্মানজনক ডব্লিউটিএ টুর্নামেন্ট জয়ের মাধ্যমে। শুধু তাই নয়, বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে গত বছর শেষ করেন এ্যাশলে বার্টি। যে কারণেই তার প্রশংসায় পঞ্চমুখ জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। শুধু কোর্টের পারফর্মেন্সেই নয় বরং ব্যক্তি হিসেবেও এ্যাশলে বার্টির প্রশংসা করেছেন সাবেক এই নাম্বার ওয়ান। এ প্রসঙ্গে এ্যাঞ্জেলিক কারবার বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে এ্যাশলে বার্টি সবসময়ই কঠিন। অসাধারণ মাপের একজন খেলোয়াড় সে। ব্যক্তি হিসেবেও অনন্য বৈচিত্র্যের অধিকারী। সে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠায় আমি খুব খুশি হয়েছি। সেজন্য অনেক ঘাম ঝরাতে হয়েছে তার। কঠোর পরিশ্রমের বিনিময়েই এমন সাফল্যের দেখা পেয়েছে সে। র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে নতুন বছর শুরু করাটা সবসময়ই কঠিন। কিন্তু আমার বিশ্বাস এক নম্বরে থাকার চাপ সে খুব ভালভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে।’ অস্ট্রেলিয়ান জয়ের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার কারণে এ্যাশলে বার্টির দিকে আলাদা করে নজর রাখবেন তার প্রতিপক্ষরা। তাই সতর্ক থেকেই প্রতিটি টুর্নামেন্টের লড়াইয়ে নামতে হবে তাকে। এ ব্যাপারে অভিজ্ঞ কারবার বলেন, ‘আপনি যদি একটিমাত্র গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টও জিতেন তাহলেও সবার দৃষ্টি থাকবে আপনার দিকে। সেজন্য প্রতিটি টুর্নামেন্টে প্রতিটি বছরেই আপনাকে পারফর্মেন্সের উন্নতি করতে হবে। কেননা সবাই চাইবে আপনাকে পরাজিত করতে। তবে আমি এ্যাশলে বার্টি এবং তার টিমকে বেশ ভালভাবেই জানি। সে খুব ভাল খেলে এবং আমি নিশ্চিত যে সে তার পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখবে। বিশেষ করে গত বছরটা যেভাবে শেষ করেছে।’ টেনিস কোর্টে গত কয়েক মৌসুম ধরেই আলোচনায় ছিলেন কারবার। শুরুটা ছিল ২০১৬ সালে। সে বছরে দুটি মেজর শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে শুরু করা জার্মান তারকা সেই বছর শেষ করেছিলেন ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হয়ে। শুধু তাই নয়, একই বছরে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটিও দখল করেছিলেন কারবার। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। ২০১৮ সালে উইম্বলডনের চ্যাম্পিয়ন হলেও ২০১৭ আর ২০১৯ সালে একেবারেই নিষ্প্রভ ছিলেন তিনটি গ্র্যান্ডস্লামের মালিক। এই মুহূর্তেও র‌্যাঙ্কিংয়ের ২০ নম্বরে অবস্থান তার। তবে হাল না ছেড়ে নতুন বছরে নতুন উদ্যমে শুরু করতে চান এ্যাঞ্জেলিক কারবার। এ প্রসঙ্গে তার অভিমত, ‘২০১৯ সাল এখন অতীত। গত মৌসুমের পারফর্মেন্স নিয়ে আর ভাবছি না। এটা এখন ২০২০ সাল। যে কারণে আবারও নতুন করে শুরুর জন্য উম্মুখ হয়ে আছি আমি।’ নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। ২০ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হবে বছরের প্রথম মেজর এই আসর। সাবেক চ্যাম্পিয়ন হিসেবে এবারও তার লক্ষ্য থাকবে সেরাটা ঢেলে দেয়া। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবে নতুন বছর শুরু করবেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট দিয়ে। সোমবার নিজের প্রথম ম্যাচ খেলার জন্য কোর্টে নামবেন তিনি। নিজের প্রথম ম্যাচে এ্যাঞ্জেলিক কারবারের প্রতিপক্ষ সামান্থা স্টোসার। ব্রিসবেন দিয়ে নতুন মৌসুম শুরু করবেন এ্যাশলে বার্টিও। সাবেক নাম্বার ওয়ান তারকা নাওমি ওসাকাও এই ব্রিসবেন দিয়ে নতুন বছরে প্রথম কোর্টে নামবেন। গত বছর এই টুর্নামেন্ট দিয়েই নতুন ইতিহাস গড়েছিলেন নাওমি ওসাকা। দীর্ঘদিন পর ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন তিনি।
×