ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ

প্রকাশিত: ১১:৩৫, ৫ জানুয়ারি ২০২০

ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নতুন হাট থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একটি কাভার্ডভ্যান ও একজন আসামি আটক করেছে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহল দল। যশোর ব্যাটালিয়নের ৪৯ বিজিবি জানায়, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক বিক্রেতা বিভিন্ন কৌশলে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে এসে যশোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে। শনিবার ৩টার দিকে উক্ত অভিযানে ভারত হতে আমদানি পণ্যের আড়ালে অবৈধভাবে নিয়ে আসা এ এ এন্টারপ্রাইজ-সিএ্যান্ডএফ এবং আমদানিকারক এম এ ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ১২ হাজার ৩শ’ ৫০ কেজি এ্যালুমিনিয়াম হাইড্রোঅক্সাইড এবং ৫শ’ ৮৭ বোতল ফেনসিডিল ও একজন আসামিসহ যশোরের নতুন হাট এলাকা হতে কাভার্ডভ্যানটি আটক করা হয়। শীতবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের উদ্যোগে সাগরপাড়ের চরমোন্তাজ এলাকায় নৌকায় বসবাস করা মানতা সম্প্রদায়ের হতদরিদ্র শীতার্ত ৮৬টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বৃষ্টি উপেক্ষা করে স্লুইসগেট এলাকায় গিয়ে এ কম্বল বিতরণ করেন। তীব্র শীতে কম্বল পেয়ে খুশিতে আত্মহারা মানতা সম্প্রদায়ের প্রবীণ নারী মতিজান বিবি বলেন, ‘বাবারে আমাগো খবর কেউ রাহে না। এই শীতে পোলাপান লইয়া অনেক কষ্ট করছি। তরের (ডাঙ্গা) মানুষের চাইতে গাঙের মানুষের শীতে ব্যাশি কষ্ট। ছ্যার আমাগো কষ্ট-দুঃখ বুঝছে।
×