ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কমিটি নিয়ে বিরোধ

বড়াইগ্রামে আওয়ামী লীগের অফিস ভাংচুর, প্রতিবাদ

প্রকাশিত: ১১:৩৪, ৫ জানুয়ারি ২০২০

বড়াইগ্রামে আওয়ামী লীগের অফিস ভাংচুর, প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৪ জানুয়ারি ॥ বড়াইগ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার চান্দাই বাজারে এই ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বাদী হয়ে স্থানীয় যুবলীগ কর্মী ওয়াদুদ সরকার পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এদিকে অফিস ভাংচুরের ঘটনায় উপজেলার রাজাপুর-জোনাইল রাস্তার চান্দাই ইউনিয়নের দিয়ার গাড়ফা ডিকে মাদ্রাসার সামনে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ ও স্থানীয়রা। জানা গেছে, গত ১ জানুয়ারি স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের উাপস্থিতিতে মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের একটি কমিটি করা হয়। ৫ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে বড়াইগ্রামের চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের একটি পাল্টা সম্মেলন হওয়ার কথা ছিল। এই পাল্টা সম্মেলনকে সফল করতে প্রচার চালায় উপজেলা আওয়ামী লীগের একাংশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান গোলাম, স¤পাদক আমিনুল ইসলাম ইন্তাজ, যুবলীগ কর্মী ওয়াদুদ সরকার অফিসে তালা দিয়ে বাড়ি চলে যান। কিন্তু উপজেলা আওয়ামী লীগের একাংশের আয়োজনে পাল্টা সম্মেলনকে বাধাগ্রস্ত করতে রাত ১১টার দিকে চান্দাই ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান খেচুর নির্দেশে ছাত্রলীগ কর্মী টিক্কা সরকার, জিয়াউর রহমান, সাকলাইন শুভ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক স¤পাদক, যুবলীগ নেতা এহিয়া আলম ম্যাগনেটসহ ১৫ থেকে ২০ জন অফিসের তালা ভেঙ্গে ভাংচুর চালায় বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করে উপজেলা আওয়ামী লীগের একাংশ। মানববন্ধনে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আমিনুল ইসলাম ইন্তাজ, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ স¤পাদক সোনাউল্লাহ, ইউনিয়ন যুবলীগের সাধারণ স¤পাদক মজনু মিয়া, যুবলীগ নেতা দেলোয়ার হোসেনসহ অন্যরা। এ সময় আমিনুল ইসলাম ইন্তাজ বলেন, ২০০২ সাল প্রথম এবং ২০১৩ সালে দ্বিতীয় বার আমি সাধারণ স¤পাদক ও সামসুজ্জামান গোলাম সভাপতির নির্বাচিত হয়ে চান্দাই ইউনিয়নের আওয়ামী লীগের দায়িত্ব পালন করছি। কিন্তু স্থানীয় সাংসদ আমাদের না জানিয়েই ১ জানুয়ারি ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলন করে। এতে ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান খেচুকে সভাপতি ও ফরিদুল ইসালামকে সাধারণ স¤পাদক করে কমিটি গঠন করা হয়। আমরা জেলা আওয়ামী লীগে সাধারণ স¤পাদক ও নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে ৫ জানুয়ারি সম্মেলনের ঘোষণা দেই। কিন্তু শুক্রবার রাতে আমাদের সম্মেলনকে নস্যাৎ করতে এ ঘটনা ঘটানো হয়। চান্দাই ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান খেচু জানান, মূলত এটি আওয়ামী লীগের অফিস হলেও জামায়াত-বিএনপির আড্ডা। এর ফলেই কে বা কারা অফিস ভাংচুর করেছে। আমি বা আমার নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত নই।
×