ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সার্ধশত বছরে সিরাজগঞ্জ বিএল সরকারী উচ্চ বিদ্যালয়

প্রকাশিত: ১১:৩৩, ৫ জানুয়ারি ২০২০

সার্ধশত বছরে সিরাজগঞ্জ বিএল সরকারী উচ্চ বিদ্যালয়

বাবু ইসলাম, সিরাজগঞ্জ ॥ যমুনাপাড়ে নবীন-প্রবীণের মিলনমেলা। ‘মিলনের মোহনায়, জীবনের আহ্বান’ স্লোগানে সাড়া দিয়ে বিএল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদের এই মিলনমেলায় বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে ফেটে পড়ে নবীন এবং প্রবীণেরা। বেলুন উড়িয়ে ঢোল বাজিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাসে অতীত রোমন্থন করেন প্রবীণ ও নবীনেরা। বিএল সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষে দিন শনিবার অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর অধ্যাপক মোহাম্মাদ ফরাস উদ্দিন। এছাড়াও বিএল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, তার সহধর্মিণী শারিতা মিল্লাত, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক নাট্যকার এসএম হারুন অর রশীদ, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ সামিউল ইসলাম সাদী, অধ্যাপক জাফর আহমেদ, সিরাজগঞ্জের প্রবীণ ব্যক্তিত্ব সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার অধ্যাপক মনোয়ারুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব ন. ম. জাহাঙ্গীর, অবসরপ্রাপ্ত চাকরিজীবী বর্তমান প্রতিষ্ঠিত চাকরিজীবী ও ব্যবসায়ীরা। অনেকেই ফিরে যায় তার শৈশবে। যখন বিএল সরকারী উচ্চ বিদ্যালয় সরকারীকরণ হয়নি। কেউ কেউ এসএসসি পাসের বছরে তাদের বিদায়ানুষ্ঠানের স্মৃতি মনে করে দীর্ঘদিন পর বন্ধুকে কাছে পেয়ে জড়িয়ে ধরে আনন্দাশ্রু ফেলেছে। কত কথা, না বলা কথা বলা হয়েছে। সরকারের দাপুটে কর্মকর্তা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনপ্রতিনিধি সবাই যেন এক কাতারে এক মাঠে হাতে হাত মিলিয়ে ক্ষণিক সময়ের বন্ধু হয়ে উঠেছিল। ষার্ধশত বছর উদযাপন উপলক্ষে বি এল সরকারী উচ্চ বিদ্যালয়কে সাজানো হয়েছিল নতুন সাজে। রং বেরঙের বেলুন, নানা রঙের প্লাকার্ড, ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছিল।
×