ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ১১:৩৩, ৫ জানুয়ারি ২০২০

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবি

সংবাদদাতা, ভূঞাপুর, ৪ জানুয়ারি ॥ টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর জুয়াড়িদের হামলা ও মূল হোতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার বেলা ১২টায় ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ জুয়া আসর পরিচালানাকারী, মাদক সম্রাট ফজল ম-ল ও তার সহযোগীরা তিন দিনেও গ্রেফতার হয়নি। তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রকাশ্যে আসামিরা ঘুরে বেড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সভাপতি আতোয়ার রহমান মিন্টু, মিজানুর রহমান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু প্রমুখ। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি ও সুজনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পার্সন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় ম-লসহ আরও দু’জন আহত হয়। এ সময় ডিবিসির একটি ক্যামেরা ভাংচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এ ছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাংচুর করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ি প্রধান ফজল ম-লকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।
×