ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় দুর্বৃত্তের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

প্রকাশিত: ১১:৩২, ৫ জানুয়ারি ২০২০

খুলনায় দুর্বৃত্তের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় দুর্বৃত্তের লাঠির আঘাতে কালি রানী (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুরের ২ নম্বর নেভিগেট এলাকার বাসায় এ ঘটনা ঘটে। নিহত কালী রানী ওই এলাকার মৃত সনাতন সেনের স্ত্রী। পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালি রানী বাসায় একা ছিলেন। ওই সময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে কালি রানীকে লাঠি বা কোন শক্ত কিছু দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাব্বিরুল ইসলাম বলেন, কালি রানীর বাড়িতে কয়েকদিন ধরে স্যানিটারি মিস্ত্রিরা কাজ করছিল। এদের মধ্যে কেউ এই হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। টেকনাফে রোহিঙ্গা স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, ১২শ’ টাকার জন্য রোহিঙ্গার হাতে রোহিঙ্গা নিহত হয়েছে। শুক্রবার রাতে উনচিপ্রাং পুটিবনিয়া রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক মোহাম্মদ আবু তৈয়ব (৩৫) উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে আশ্রিত মোহাম্মদ আলমের পুত্র। সে পুটিবনিয়া শিবিরে তার বোনের কক্ষে ছিল। জানা গেছে, পুটিবনিয়া রোহিঙ্গা শিবিরের ডি-৩ ব্লকে আশ্রিত রশিদ আহমদের পুত্র ছৈয়দুল আমিন তৈয়বের কাছে ১ হাজার ২’শ টাকা পেত। শুক্রবার সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন দা এনে তৈয়বের ঘাড়ে কোপ দেয়। তৈয়ব রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে আমিন পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তৈয়বকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাটোরে প্রতিবন্ধী নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, নিখোঁজের ছয়দিন পর সদর উপজেলায় হাসান আলী (১০) নামে এক প্রতিবন্ধী ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার পাইকেরদোল কালীবাড়ি মন্দিরের পূর্বপাশে একটি বাঁশঝাড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসান আলী একই এলাকার মোজাহার আলী মোজার একমাত্র ছেলে। এই ঘটনায় নাটোর সদর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্তি পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে সদর উপজেলার পাইকেরদোল এলাকার কালীবাড়ি মন্দিরের পাশে স্থানীয় রিপনের বাঁশঝাড় পরিষ্কার করছিল শ্রমিকরা। এসময় তারা বাঁশঝাড়ের মধ্যে হাসান আলীর গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের মামা লিটন হাসানের মরদেহ শনাক্ত করে। লিটন জানান, হাসান বুদ্ধি প্রতিবন্ধী ছিল। গত ২৯ ডিসেম্বর রবিবার রাত থেকে হাসান নিখোঁজ ছিল। আশুলিয়ায় নারী শ্রমিক সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারের আশুলিয়ায় লাবনী আক্তার (১৯) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মাসুদ (২৬) পলাতক রয়েছে। শনিবার দুপুরে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় হামিম গ্রুপের ৩নং গেট সংলগ্ন জনৈক বিপ্লব কুমারের বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত লাবনী আক্তার মাদারীপুর জেলার সদরের হগলু পাতিয়া গ্রামের মৃত কবির হাওলাদারের মেয়ে। জানা গেছে, লাবনী তার স্বামীর সঙ্গে বিপ্লব কুমারের বাড়িতে ভাড়া থেকে শারমিন গ্রুপ নামে একটি পোশাক কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন। শনিবার দুপুরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ওই বাড়ি থেকে লাবনী আক্তারের মৃতদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, ঘটনার পর থেকে নিহতের স্বামী মাসুদ পলাতক রয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
×