ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদককারবারি আটক, সবজি ব্যবসার আড়ালে ইয়াবা পাচার

প্রকাশিত: ১১:১৩, ৫ জানুয়ারি ২০২০

মাদককারবারি আটক, সবজি ব্যবসার আড়ালে ইয়াবা পাচার

রিপোর্টার ॥ সবজি ব্যবসার আড়ালে ইয়াবা পাচার করতে গিয়ে ধরা খেয়েছে এক দুর্ধর্ষ মাদককারবারি। শনিবার তাকে রাজধানীর বনানীতে ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। কক্সবাজার থেকে একটি ইয়াবার চালান ঢাকায় ঢুকছে এমন খবরে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশের এলিট ফোর্স র‌্যাব। একে একে সন্দেহভাজন যানবাহনে চালানো হয় তল্লাশি। শনিবার সকালে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার কিসমত হোটেলের সামনে মহাসড়কে একটি ট্রাক্টর আটকায় র‌্যাব। তল্লাশির এক পর্যায়ে ট্রাক্টরটির সাইড কভার খুলতেই মেলে ১৯ হাজার ৬৫ পিস ইয়াবা। র‌্যাব-১ এর একটি দল ওই অভিযানে অভিনব কায়দায় ইয়াবার চালান পরিবহনের দায়ে আটক করে মাদককারবারি চক্রের এক সদস্যকে। জব্দ করা হয় ট্রাক্টরটি। র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল জানান, গ্রেফতার মাদককারবারির নাম আজিম পরামাণিক (২৪)। পাবনা সদরের পূর্ব রাঘবপুর কাজীপাড়ার মৃত নিয়ামত পরামাণিকের ছেলে তিনি।
×