ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধরিত্রী বাঁচানোর নৈতিক দায়িত্ব সবার ॥ সুলতানা কামাল

প্রকাশিত: ১১:১৩, ৫ জানুয়ারি ২০২০

ধরিত্রী বাঁচানোর নৈতিক দায়িত্ব সবার ॥ সুলতানা কামাল

স্টাফ রিপোর্টার ॥ পরিবেশ আন্দোলনের ফলে এই ক্ষেত্রে অনেক সাফল্য অর্জিত হলেও সার্বিক পরিবেশের অবক্ষয়রোধ করা সম্ভব হয়নি। পরিবেশ আন্দোলনে রাজনৈতিক প্রভাবের যথেষ্ট অভাব রয়েছে। আবার রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় তখন তারাও পরিবেশের কথা বেমালুম ভুলে যায়। তাদের অবস্থানও পরিবেশ রক্ষাকারীদের বিরুদ্ধে যায়। শনিবার রাজধানীর ধানমন্ডিতে স্টামফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে বাপা এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলনের রাজনৈতিক কার্যকারিতা : চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক সম্মেলনে তারা এই মন্তব্য করেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সভাপতি সুলতানা কামাল বলেন, যারা রাজনীতি করেন, তারা তো মানুষের স্বার্থে, কল্যাণে রাজনীতি করেন। ক্ষমতায় থাকেন আর না থাকেন, যেকোন অবস্থান থেকেই মানুষের জন্য কাজ করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ বিষয়ে অনেক ভাল ভাল কথা বলেন। আশা করব, তার কথাগুলো যেন শুধু মুখের কথা না হয়। মানুষ দেখতে চায়, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ রক্ষায় আন্তরিকভাবে সহযোগিতার ভূমিকা রাখছে। আমরা সরকারের ১শ’ ভাগ সমর্থন দাবি করি। তিনি বলেন, পরিবেশ আন্দোলনে ঝুঁকি নিয়ে হলেও কাজ করতে হবে। এই ধরিত্রী বাঁচানোর নৈতিক দায়িত্ব সবার। দেশের মালিক হচ্ছে জনগণ। এই মালিকানা সাংবিধানিকভাবেই পরিবেশ রক্ষায় জনগণকে সে ক্ষমতা দিয়ে দিয়েছে। পরিবেশ আন্দোলনে নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। পরিবেশ বিষয়ে কথা বলতে পারি, প্রশ্ন তুলতে পারি। রাস্তায় নামতে পারি, সেই সঙ্গে প্রাণও বিসর্জন দিতে পারি। পরিবেশের আন্দোলনে প্রাণ বিসর্জন দেয়া বিরল নয়, অনেকেই দিয়েছেন। পরিবেশ আন্দোলনকারীদের নিয়ে অনেকে উপহাস করেন। পরিবেশবাদীদের আন্দোলন নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়।
×