ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৈরী আবহাওয়া উপেক্ষা, ভোটারদের দুয়ারে দুই দলের প্রার্থী

প্রকাশিত: ১১:১১, ৫ জানুয়ারি ২০২০

বৈরী আবহাওয়া উপেক্ষা, ভোটারদের দুয়ারে দুই দলের প্রার্থী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটারদের দুয়ারে দুয়ারে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনে অবতীর্ণ আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী। শনিবার নৌকা প্রতীকের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদের সমর্থনে নগরীর জেলা শিল্পকলা একাডেমি এলাকায় গণসংযোগ চলে। ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান এদিন গণসংযোগ চালান চান্দগাঁও ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। গণসংযোগে উন্নয়নের পক্ষে রায় দেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ প্রার্থী। অপরদিকে, বিএনপির প্রার্থী বলেন, নির্বাচনে পরাজয় জেনে আওয়ামী লীগের প্রার্থী নার্ভাস হয়ে পড়েছেন। আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের ‘নৌকা’ প্রতীকের সমর্থনে নগরীর পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় ট্রাকযোগে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দ। নগরীর জেলা শিল্পকলা একাডেমির সামনে গণসংযোগের উদ্বোধন করেন মোছলেম উদ্দিন আহমদ। গণসংযোগে অন্যান্যের মধ্যে অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, পাহাড়তলী থানা কমান্ডার হাজী জাফর আহমদ, মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধার সন্তান নওশাদ মাহমুদ রানা, শরফুদ্দিন চৌধুরী রাজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সজীব, সাজ্জাদ হোসেন ও সদস্য আশরাফুল হক চৌধুরী। নির্বাচনী গণসংযোগকালে মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, কালুরঘাট সেতু নির্মাণ, বোয়ালখালী, পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকার সামগ্রিক উন্নয়নে ১৩ জানুয়ারির চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে মোছলেম উদ্দিন আহমদকে মুক্তিযুদ্ধের প্রতীক ‘নৌকা’ মার্কায় ভোট দেয়ার কোন বিকল্প নেই। এদিকে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগের প্রার্থী নার্ভাস হয়ে পড়েছেন। আওয়ামী লীগ এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমার প্রচারে সাধারণ মানুষের ঢল দেখে তাদের মাথা খারাপ হয়ে যায়। তারা ন্যক্কারজনকভাবে হামলা করে নেতাকর্মীদের আহত করে। এলাকার সাধারণ মানুষ সন্ত্রাসীদের প্রতিরোধ করেছে। এতে প্রমাণ হয়, আওয়ামী লীগের প্রার্থী তার পরাজয় সম্পর্কে নিশ্চিত হয়ে গেছেন। তিনি এখন গু-া-মস্তান, সন্ত্রাসীদের দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছেন। শনিবার বিএনপির প্রার্থী আবু সুফিয়ান গণসংযোগ চালান চান্দগাঁও ওয়ার্ডের ফরিদারপাড়া, খতিবপাড়া, ওয়াপদা কলোনি, খতিবের হাট, বহদ্দারহাট কাঁচাবাজার, সিটি কর্পোরেশন মার্কেট, স্বজনসুপার মার্কেট, পূর্ব ষোলোশহর ওয়ার্ডের খাজা রোড, চৌধুরী স্কুল, বহদ্দারহাট মোড় হয়ে হক মার্কেট এলাকায় । এ সময় তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সারাদেশের মতো বোয়ালখালী-চান্দগাঁও আসনের মানুষও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। মানুষকে তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে দিনের ভোট রাতে দিয়ে ব্যালট বাক্স ভরে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। সেজন্য মানুষ এবার ধানের শীষে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার প্রতীক্ষায় আছেন। গণসংযোগে অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদসহ নেতৃবৃন্দ।
×