ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব এজতেমা নিয়ে কোন গ্রুপিং নেই ॥ তবলীগ জামাত

প্রকাশিত: ১১:১০, ৫ জানুয়ারি ২০২০

বিশ্ব এজতেমা নিয়ে কোন গ্রুপিং নেই ॥ তবলীগ জামাত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর, ৪ জানুয়ারি ॥ ঐতিহ্যবাহী বিশ্ব এজতেমা নিয়ে ভাগাভাগি সঙ্কট নিরসনের তথ্য সঠিকভাবে প্রকাশ সম্পর্কে তবলীগ জামাতের আলেমী সদস্যরা বলেছেন, তবলীগ জামাতে, ভাগ, পন্থী বা কোন গ্রুপিং নেই। আলেম ওলেমাদের নিয়ে যে তবলীগ জামাতের আয়োজন তা-ই হচ্ছে আসল তবলীগ জামাতের বিশ্ব এজতেমা। আর এ জামাতের বিশ্ব এজতেমা অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। যারা ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি এই এজতেমার আয়োজনে থাকবেন, তারা কোরান-হাদিসের তবলীগ অনুসারী সদস্য নন। তারা ব্যক্তিকেন্দ্রিক সা’দ অনুসারী তবলীগী সদস্য। ফেতনা-ফ্যাসাদে ভরা এ পথের নেতৃত্বদানকারীরা। শনিবার দুপুরে স্থানীয় এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তবলীগ জামাতের শীর্ষ মুরব্বি আলেমী সদস্যগণ। এরা হলেন হাজী নাজিমউদ্দীন আহমেদ, শাহরিয়ার মাহমুদ, মোস্তফা কামাল, আবদুল্লাহ শামীম ও জহির ইবনে মুসলিম। তারা আরও বলেন, ৬৪ জেলার তবলীগ অনুসারী মুসল্লিদের সবাই ১০ জানুয়ারি শুরু হওয়া এজতেমায় হাজির হবেন। ১৭ জানুয়ারির থেকে শুরু হওয়া এজতেমা হচ্ছে, কোরান-হাদিসবিরোধী ব্যক্তিকেন্দ্রিকে বিশ্বাসী অনুসারীদের এজতেমা। আর এর নেতৃত্বে রয়েছেন মাওলানা সা’দের অনুসারী বাংলাদেশের ওয়াসেকুল ইসলাম ও শাহাবুদ্দিন নাসিম। এদের ভুল তথ্য প্রচারে সাধারণ তবলীগ অনুসারী মুসল্লিরা পথভ্রষ্ট হয়ে পড়েছেন বলে তারা উল্লেখ করেন। এদিেেক রাজধানী ঢাকা থেকে ২০ কিলোমিটার উত্তরে টঙ্গী তুরাগ নদীর তীরে ২০২০ সালের বিশ্ব এজতেমা ময়দানের কাজ গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের তদারকিতে দ্রুত এগিয়ে চলেছে। প্রায় প্রতিদিনই মেয়র স্বয়ং মাঠের প্রস্তুতি কাজ দেখভাল করছেন। আগামী শুক্রবার থেকে শুরু হবে প্রথম তিন দিনের বিশ্ব এজতেমা। ছয় দিনের আয়োজনের এজতেমা প্রথম তিন দিনের শুরু ১০ জানুয়ারি থেকে আর দ্বিতীয় তিন দিনের শুরু হবে ১৭ জানুয়ারি থেকে। প্রথম তিন দিনের নেতৃত্বে থাকবেন কওমি মাদ্রাসাপন্থী আলেম ওলামা মাশায়েখ দলের বাংলাদেশ অনুসারী মাওলানা জোবায়ের। দ্বিতীয় তিন দিনের নেতৃত্বে থাকছেন মাওলানা সাদ অনুসারী ওয়াসেকুল ইসলাম ও শাহাবুদ্দিন নাসিম।
×