ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অভিনব কায়দা

প্রকাশিত: ১১:০৮, ৫ জানুয়ারি ২০২০

অভিনব কায়দা

সম্প্রতি থাইল্যান্ডে প্লাস্টিকের সব ধরনের ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। ফলে বাজার করতে গিয়ে বিকল্প খুঁজে নিয়েছেন স্থানীয় লোকজন। আর সেই বিকল্পের কয়েকটি নমুনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন স্থানীয়রা। রভ মাইরা নামে একটি ফেসবুক পেজে এমন অনেকগুলো ছবি সংগ্রহ করে আপলোড করা হয়েছে। সেখানে কাউকে দেখা যাচ্ছে, বেতের বিশাল ঝুড়ি নিয়ে বাজার করতে যাচ্ছেন, কেউ প্লাস্টিকের ছোট বা বড় বালতি নিয়ে শপিংমলে হাজির। কেউ আবার বড় বস্তা নিয়ে পৌঁছে গেছেন। অনেকে কিছু না পেয়ে নিজের টি-শার্টকেই ব্যবহার করছেন জিনিসপত্র নিয়ে যেতে। একজন আবার স্কুটার নিয়েই ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়েছেন। প্রয়োজনীয় সামগ্রী বেছে বেছে স্কুটারের সামনের অংশে জমা করছেন। অপর একজন আবার মাছ ধরা জাল নিয়ে দোকানে গেছেন। কেউ আবার স্যুটকেস বা ছোট ঠেলাগাড়ি নিয়ে দোকানে হাজির হয়েছে। কিনে নিয়ে যাচ্ছেন নানা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। অনেকেই এমন সব ‘অদ্ভুত ব্যাগ’-এর সঙ্গে ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ আবার খালি হাতেই জিনিস কিনে বাড়ি ফিরছেন। বেশির ভাগ মানুষই ওই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ২০২২ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার ও তা থেকে তৈরি হওয়া সমস্যার সমাধান করতে চাইছে থাইল্যান্ড সরকার। -টাইমস নাউ
×