ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজিবি নয়টি বিশেষ যান পাচ্ছে, আসছে কপ্টার

প্রকাশিত: ১১:০৫, ৫ জানুয়ারি ২০২০

বিজিবি নয়টি বিশেষ যান পাচ্ছে, আসছে কপ্টার

স্টাফ রিপোর্টার ॥ নয়টি বিশেষ ধরনের সাঁজোয়া যান পাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া চলতি মাসেই বাহিনীটির জন্য একটি হেলিকপ্টার আসার কথা রয়েছে। মিয়ানমার থেকে ইয়াবার চালান আসা বন্ধ করতে জল সীমান্তে টহল আরও জোরদার করার জন্য স্পীডবোট কিনছে বাহিনীটি। অর্থ বিভাগের উপসচিব মোঃ মাহফুজুল আলম খান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অনুকূলে চলতি (২০১৯-২০২০ ইং) অর্থবছরে মোটরযান ক্রয়খাতে পুনঃউপযোজনকৃত অর্থ হতে আরও আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) এবং রায়ট কন্ট্রোল ভেহিকেল ক্রয়ে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। চিঠিতে আরও বলা হয়, প্রতিটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার দাম ৬ কোটি ২০ লাখ টাকা করে হবে। আর চারটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার ক্রয়ে খরচ হবে ২৪ কোটি ৮০ লাখ টাকা। একইভাবে প্রতিটি রায়ট কন্ট্রোল ভেহিকেলের দাম পড়বে ৫ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে ৫টি রায়ট কন্ট্রোল ভেহিকেল কিনতে খরচ দাঁড়াবে ২৯ কোটি ৩০ লাখ টাকা। এসব যানবাহন ক্রয়ে চারটি শর্তও জুড়ে দিয়েছে অর্থ বিভাগ। শর্তগুলো হচ্ছে, অর্থ বিভাগের নির্ধারিত দরে যানবাহন ক্রয় করতে হবে। এ বিষয়ে আবশ্যিক সব বিধি-বিধান ও আর্থিক নিয়মানুগতা যথাযথভাবে পালন করতে হবে। ক্রয়ের ক্ষেত্রে পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০০৮ যথাযথভাবে অনুসরণ করতে হবে। একইসঙ্গে এক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দ চাওয়া যাবে না। জানা গেছে, জরুরী প্রয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বিশেষ ধরনের ওই নয়টি সাঁজোয়া যান কেনা হচ্ছে। আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি হচ্ছে এক ধরনের সাঁজোয়া যান। এটি যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্রসজ্জিত যানবাহন। এসব যান মূলত পদাতিক বাহিনীকে যুদ্ধের ময়দানে আনা নেয়ার কাজে ব্যবহৃত হয়। এছাড়া অন্য জরুরী কাজেও ব্যবহৃত হয়। একইভাবে রায়ট কন্ট্রোল ভেহিকেলও এক ধরনের বিশেষ যানবাহন। যা কোন সংঘর্ষ নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়। সম্প্রতি এসব যানবাহন ক্রয়ে সম্মতি জ্ঞাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ। এদিকে গত ২ জানুয়ারি বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে জানান, সীমান্তের বাংলাদেশ অংশে ২৭৭ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণের পরিকল্পনা আছে। বিজিবিকে আরও আধুনিক করতে দুইটি হেলিকপ্টার কেনা হচ্ছে। যার মধ্যে একটি চলতি মাসেই আসার কথা আছে। এছাড়া সীমান্ত এলাকা সংলগ্ন জল সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে স্পীডবোট কেনারও পরিকল্পনা আছে।
×