ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দু’বছরের মধ্যে বিমান সেবা ও নিরাপত্তায় শ্রেষ্ঠত্বে পৌঁছবে

প্রকাশিত: ১১:০৫, ৫ জানুয়ারি ২০২০

দু’বছরের মধ্যে বিমান সেবা ও নিরাপত্তায় শ্রেষ্ঠত্বে পৌঁছবে

স্টাফ রিপোর্টার ॥ দুই বছর পর ৫০তম বর্ষপূর্তিতে বিমান একটা শক্ত অবস্থানে পৌঁছবে। তখন আজকের মতো আর কোন অভিযোগ থাকবে না। যাত্রী সেবা ও নিরাপত্তায় শ্রেষ্ঠত্বের ব্র্যান্ড ইমেজ গড়ে উঠবে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৮তম বার্ষিকী উপলক্ষে শনিবার সাংবাদিকদের এমনই আশার বাণী শুনিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন। তিনি বলেন, দিন দিনই ক্রমশ ভালর দিকে যাচ্ছে বিমান। অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াবে বিমাান। এদিকে প্রধান কার্যালয় বলাকায় সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সকাল ১১ ঘটিকায় জাতীয় পতাকা ও সংস্থার নিজস্ব পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেনসহ বিমানের পরিচালকবৃন্দ, পদস্থ কর্মকর্তা ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী একত্রে মোনাজাত সম্পন্ন করেন। এ সময় মোকাব্বির হোসেন সকলকে প্রধান কার্যালয়ের লবিতে কেক কেটে বিমানের ৪৯তম বার্ষিকীর শুভ উদ্বোধন করেন। দিবসটি উপলক্ষে বিমানের কর্মকর্তা, কর্মচারীদের জন্য ‘রক্তচাপ নির্ণয়’ ও ‘স্পট ডায়াবেটিক’ পরীক্ষার কর্মসূচী আয়োজন করা হয়। মোনাজাতে বিমানের সকল পর্যায়ের উত্তরোত্তর উন্নয়ন, সকলের সুস্বাস্থ্য কামনা এবং জাতির পিতাকে স্মরণ করা হয়। দিবসটি উপলক্ষে ব্যবস্থাপনা পরিচালক বলেন, জাতির এক ক্রান্তিলগ্নে ১৯৭২ সালে জাতির পিতা এই এয়ারলাইন্সকে একটি উড়োজাহাজ উপহার হিসেবে দান করেন। তারপর থেকেই ৪ জানুয়ারি ১৯৭২ সাল হতে বিমানের যাত্রা শুরু হয়। তিনি জানান, সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং সেবাধর্মী আচরণ নিয়ে জাতীয় এয়ারলাইন্সকে একটি ওয়ার্ল্ড ক্লাস এয়ারলাইন্সে উন্নীত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ২০১৯ সালে বিমান বহরে যুক্ত হয়েছে দুটি ৭৮৭-৮ এবং দুটি ৭৮৭-৯ অত্যাধুনিক উড়োজাহাজ ড্রিমলাইনার। ২০১৯ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালু করেছে মোবাইল এ্যাপস। সম্মানিত যাত্রীগণ নিজের মোবাইল থেকেই কিনতে পারবেন বিমানের সকল গন্তব্যের টিকেট। মূল্য পরিশোধ করতে পারবেন বিকাশ, রকেট ও যে কোন কার্ডের মাধ্যমে। গুগল অথবা এ্যাপল থেকে স্মার্টফোনে এ্যাপসটি ডাউনলোড করলে পৃথিবীর যে কোন প্রান্ত হতে বিমানের ফ্লাইট সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। এই এ্যাপসের মাধ্যমে যাত্রীগণ ফ্লাইট সম্পর্কিত সকল তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টারসমূহের ঠিকানা, অনলাইন টিকেট ও রিফান্ড হেল্পডেক্স এবং টিকেট বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন। বিমান ২০১৮-১৯ অর্থবছরে কর পরবর্তী নিট মুনাফা করেছে ২১৮ কোটি টাকা।
×