ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের আকাশে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে সতর্কতা

প্রকাশিত: ১১:০১, ৫ জানুয়ারি ২০২০

পাকিস্তানের আকাশে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে সতর্কতা

পাকিস্তানের আকাশসীমায় মার্কিন বিমানকে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলা হয়েছে। জঙ্গী হামলার ঝুঁকি রয়েছে জানিয়ে বিমানসংস্থা এবং পাইলটদের সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রক সংস্থা এফএফএ। এনডিটিভি । এফএফএ বৃহস্পতিবার এমন একটি সতর্কতা জারি করে দেশটির বিমানসংস্থা। ৩০ ডিসেম্বর বিমানসংস্থার জারি করা নোটিসে এফএফএ উল্লেখ করে যে, বিমান উড়ানোর সময় সতর্ক থাকতে হবে। বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে পাকিস্তানের এলাকা বা আকাশসীমা দিয়ে বিমান যাতায়াতের ক্ষেত্রে মার্কিন অসামরিক বিমান পরিষেবায় ঝুঁকি রয়েছে।
×