ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না বিশ্ব ॥ গুতেরেস

প্রকাশিত: ১০:৫৮, ৫ জানুয়ারি ২০২০

আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না বিশ্ব ॥ গুতেরেস

জনকণ্ঠ ডেস্ক ॥ ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার এবং বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানি বাগদাদে এক মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার এক বিবৃতিতে আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেন, এ হামলার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়বে। এ মুহূর্তে ওই অঞ্চলে আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না বিশ্ব। তাই শীর্ষ নেতাদের সর্বোচ্চ ‘আত্মসংযম’ চর্চার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কাশেম সোলাইমানিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন। খবর মিডল ইস্ট আই, সিএনএন, নিউইয়র্ক টাইমস, এনডিটিভি, এএফপি, আলজাজিরা, ইয়াহু নিউজ, ইরনা ও বিবিসির। যে কোন পরিণতির দায় যুক্তরাষ্ট্রের- জাতিসংঘকে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার যে কোন পরিণতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী থাকতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ। শুক্রবার রাতে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোনালাপে তাকে এমন কথা জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানিকে ‘সন্ত্রাসী হামলা’ চালিয়ে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। কঠোর প্রতিশোধ নেয়া হবে- ইরান মার্কিন হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেডের কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে জরুরী বৈঠক করেছে। পরিষদের বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের এটা জেনে রাখা উচিত এত বড় অপরাধযজ্ঞ চালিয়ে পশ্চিম এশিয়ায় তারা সবচেয়ে বড় কৌশলগত ভুল করেছে এবং এত সহজে তারা এই ভুলের পরিণতি থেকে রেহাই পাবে না। উপযুক্ত সময়ে ও উপযুক্ত স্থানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়া হবে জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইরানকে প্রতিরোধে আরও তিন হাজার সেনা পাঠাচ্ছেন ট্রাম্প বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন থেকে মিসাইল ছুড়ে ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যা করায় তীব্র প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেছে দেশটি। এদিকে ইরানকে প্রতিরোধের পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যে তিন হাজার সৈন্য পাঠাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদ বিমানবন্দরে সোলাইমানিকে হত্যা করা হয়। ইতোমধ্যে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকারও করেছে পেন্টাগন। বিপ্লবী গার্ডস বাহিনীর কুদস ফোর্সের প্রধান সোলাইমানি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র বলছে, নিকট ভবিষ্যতে যে কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিল ইরান, তা মার্কিন নাগরিকদের জন্য হুমকি ছিল। চলতি সপ্তাহেই সৈন্যদের সেখানে নিয়োজিত করা হবে। মধ্যপ্রাচ্যে নিয়োজিত বর্তমান সেনাদের সহায়তা করতে ৮২ এয়ারবোন ডিভিশনের তিন হাজার সেনা যাচ্ছে সেখানে। সোলাইমানিকে হত্যার পর তাদের সেখানে নিয়োজিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। শনিবারের হামলা যুক্তরাষ্ট্র চালায়নি, দাবি মুখপাত্রের ইরাকের রাজধানী বাগদাদের উত্তরের ক্যাম্প তাজি এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (হাশদ আল-শাবি) ঘাঁটিতে শনিবার যে বিমান হামলা হয়েছে, তা যুক্তরাষ্ট্র চালায়নি বলে দাবি করেছেন পেন্টাগনের এক মুখপাত্র। শনিবার ভোরের ওই হামলায় আল-শাবির এক শীর্ষ কমান্ডারসহ ছয়জন নিহত হলে কিছু সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র এই হামলা করেছে। কারণ এর ২৪ ঘণ্টা আগেই শুক্রবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। পাল্টা হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে সতর্কতা বাগদাদে চালানো বিমান হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার পর পাল্টা হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় শহরে সতর্কতা জারি করা হয়েছে। এসব শহরের বাসিন্দাদের সজাগ থাকার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কর্মকর্তারা বলেছেন, স্পর্শকাতর জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইরানের আকাশ এড়িয়ে চলার সিদ্ধান্ত ভারতের ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল ও নেতা সোলাইমানি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে বৃদ্ধি পাওয়া উত্তেজনার জেরে ইরানের আকাশসীমা এড়িয়ে চলতে দেশের জাতীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোকে নির্দেশনা দিয়েছে ভারত সরকার। নির্দেশনায় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোকে ইরানের আকাশসীমায় ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। গত বছর নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ইরানের ভূপাতিত করার পরও ভারতীয় বিমানসংস্থাগুলো সে দেশের আকাশসীমার নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলতে শুরু করে। ব্রিটিশদের ইরাক-ইরান ভ্রমণ না করার পরামর্শ মার্কিন হামলায় ইরান ও ইরাকের সামরিক কমান্ডাররা নিহত হওয়ার পর ওই দুই দেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরে রকেট হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে এই সতর্কতা জারি করে ব্রিটেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক বিবৃতিতে বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে উত্তেজনা মারাত্মক বৃদ্ধি পাওয়ায় ইরাকে কুর্দী অঞ্চল বাদে অন্যান্য এলাকায় ব্রিটিশ জনগণকে ভ্রমণ না করার অনুরোধ করছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর। একই সঙ্গে ইরানে অতি প্রয়োজনে ভ্রমণ করলেও খুবই সতর্কতা অবলম্বন করতে হবে।’
×