ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বি-গ্রেডের সুযোগ সুবিধার দাবিতে প্রতিবাদ সভা

প্রকাশিত: ০৯:৩১, ৫ জানুয়ারি ২০২০

বি-গ্রেডের সুযোগ সুবিধার দাবিতে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জ রেলস্টেশনকে বি-গ্রেডের সব সুযোগ-সুবিধা নিশ্চিতকরার দাবিতে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশুগঞ্জ রেলস্টেশনের ১নং প্লাটফর্মে সকাল থেকে দুপুর পর্যন্ত এই অবস্থান ধর্মঘট পালন করা হয়। এতে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি। সভায় জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের আহ্বায়ক ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগ নেতা হেবজুল বারী, সংগঠনের সদস্য সচিব মোবারক আলী চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, স্টেশনটি বি-গ্রেড থাকলেও এই গ্রেডের মান অনুযায়ী কোন সুযোগ-সুবিধা পাচ্ছে না যাত্রীরা। তারা অনতিবিলম্বে স্টেশনটিতে বি-গ্রেডের সব সুযোগ-সুবিধা বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। মির্জাপুরে ভুয়া ডাক্তার আটক নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৪ জানুয়ারি ॥ রোগী সেজে ভুয়া ডাক্তার আটক করে জরিমানা এবং হোমিও ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ঢাকা হোমিও কমপ্লেক্সে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হক। জানা গেছে, জামালপুর উপজেলার তারা শেখের ছেলে ইব্রাহীম খলিল (৩৪) ঢাকা হোমিও কমপ্লেক্সের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে উপজেলার গোড়াই এলাকার লোকজনকে চিকিৎসা দিয়ে আসছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হক নিজেই রোগী সেজে হাজির হন ওই হোমিও কমপ্লেক্সে সেখানে গিয়ে তিনি দেখতে পান অন্য এক ডাক্তারের প্যাডে রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন। এ সময় তিনি ডাক্তারের কাছে লাইসেন্স চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে ওই ভুয়া ডাক্তারকে আটক করে ৩০ হাজর টাকা জরিমানা এবং হোমিও কমপ্লেক্সটি সিলগালা করে দেন।
×