ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তালতলীতে সিঁধ কেটে ব্যবসায়ীকে অপহরণ!

প্রকাশিত: ০৯:৩১, ৫ জানুয়ারি ২০২০

তালতলীতে সিঁধ কেটে ব্যবসায়ীকে অপহরণ!

নিজস্ব সংবাদদাতা, আমতলী, ৪ জানুয়ারি ॥ বরগুনার তালতলীর সোনাকাটা ইউনিয়নের বাঁধঘাট এলাকায় সিঁধ কেটে শুক্রবার রাতে সাইফুল ইসলাম শাহজাহান নামের এক ব্যবসায়ীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সাইফুল (৩৫) প্রায় দুই বছর ধরে ফার্মেসি ও মুদি মনোহরদি ব্যবসা করে আসছেন। শুরু থেকেই তিনি তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে রাতে অবস্থান করেন। শুক্রবার রাতে তার বড় ভাই ফারুক খানের বাড়ি থেকে খাবার শেষে দোকানে এসে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে স্থানীয় মামুন ওষুধ কিনতে এলে দোকানের দরজা খোলা দেখে তার স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে দোকানের পিছনে সিঁধ কাটা দেখে তাদের সন্দেহ হয়। পরে ঘরে উঠে তারা শাহজাহানকে খুঁজে পায়নি। খবর পেয়ে তাৎক্ষণিক তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাইফুলের ভাই ফারুক খান বলেন, কেউ শত্রুতাবশত আমার ভাইকে অপহরণ করে নিয়ে গেছে। শেরপুরে মাদক উদ্ধার ॥ আটক ৭ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৪ জানুয়ারি ॥ শেরপুরে ড্রাগ এনফোর্সমেন্ট টিমের নেতৃত্বে ডিবি ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার হরিণধরা গ্রামের মেছের আলীর ছেলে সুজন আলী , পৌর শহরের কসবা কাজীগলি এলাকার মৃত আবদুর রহমানের ছেলে নুর শাহিন, কসবা কাচারিপাড়া এলাকার করিমুজ্জামানের ছেলে রকি মিয়া, চাপাতলী এলাকার আবদুল আওয়ালের ছেলে পারভেজ, হবি মিয়ার স্ত্রী আমেনা বেগম, শিববাড়ি এলাকার মৃত সেরনিয়াবাত এ ওয়াদুদের ছেলে জব্বার উদ্দিন সালেম ও ধোবাঘাট এলাকার মৃত সোহরাব আলীর ছেলে হারুনুর রশিদ ।
×