ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ চিকিৎসকের মুক্তি দাবিতে কর্মবিরতি

প্রকাশিত: ০৯:৩০, ৫ জানুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ চিকিৎসকের মুক্তি দাবিতে কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ তদন্ত ছাড়াই ৩ চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিসহ ডাক্তারদের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলার সব প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের কর্ম বিরতি চলছে। বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বানে শনিবার সকাল ৮টায় কর্ম বিরতি শুরু হয়েছে চলবে রাত ৮টা পর্যন্ত। প্রসঙ্গত, স্কুল শিক্ষিকা নওশিন আহমেদ দিয়া গত ৩০ অক্টোবর প্রসব বেদনা নিয়ে শহরের মুন্সেফপাড়ায় ডাঃ ডিউক চৌধুরীর মালিকানাধীন খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। পরবর্তীতে ৪ নবেম্বর ভোরে দিয়ার মাথা ব্যথা শুরু হলে তাকে আবারও খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনিতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় তার মৃত্যু হয়। ঘটনার ৮ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন ও ডাঃ ডিউক, ডাঃ অভি ও ডাঃ রাসেলকে আসামি কারে মামলা দায়ের করে প্রয়াতের স্বজনরা। এর পর হাইকোর্ট থেকে তারা ৪ সপ্তাহের জামিনে আসে। ১৮ ডিসেম্বর তারা আদালতে উপস্থিত হলে আদালত ১ জানুয়ারি শুনানির দিন ধার্য করে। ১ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় ডিউকসহ তার মালিকানাধীন হাসপাতালের দুই চিকিৎসক ও মামলার আসামি অনুরেনশ্বর পাল অভি ও শাহাদাত হোসেন রাসেলের জামিন আবেদন নামঞ্জুর করে। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রামে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার উদ্যোগে শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ প্রতীকী কর্মবিরতি পালিত হয়। তবে এ সময় হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাসেবা কার্যক্রম চালু ছিল। বিএমএ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সকল বিভাগেই এ প্রতীকী কর্মবিরতি পালিত হয়েছে। তবে জরুরী অপারেশন ও জরুরী বিভাগের কার্যক্রম যথারীতি চালু ছিল। চিকিৎসায় ভুলকে ফৌজদারি কর্মকা- হিসেবে বিবেচনায় নিয়ে এমন পদক্ষেপের প্রতিবাদে এই কর্মসূচী বলে জানান চিকিৎসকরা। তারা বলেন, চিকিৎসা কোন ফৌজদারি বিষয় হতে পারে না।
×