ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে বিবিপিএল বাজি খেলায় ৮৯ জন আটক

প্রকাশিত: ০৯:৩০, ৫ জানুয়ারি ২০২০

কুড়িগ্রামে বিবিপিএল বাজি খেলায় ৮৯ জন আটক

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিবিপিএল) টি২০ ক্রিকেটে জুয়ার বাজি খেলারত অবস্থায় ৮৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ২৮ হাজার ৭৮০ টাকা, ২১টি মোবাইল, ৭টি টিভি ও ১টি ক্যারামবোর্ড জব্দ করা হয়। বাজিকরদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও উলিপুর থানা পুলিশ এবং ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮৯ বিপিএলে জুয়াড়ি গ্রেফতার করে। এদের মধ্যে উলিপুর উপজেলায় অভিয়ান চালিয়ে ৩৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে হাতিয়া ইউনিয়নের চৌমহনী থেকে ৪, ধামশ্রেণী ইন্দ্রারপাড় থেকে ৭ ও পৌরসভার কাজিরচক থেকে ২২ জনকে আটক করে। এ সময় ১৮টি মোবাই, ৩টি টিভি ও ১টি ক্যারামবোর্ড জব্দ করে। এছাড়াও ডিবি পুলিশ উলিপুর উপজেলার ময়নার বাজারে মোনায়েমের হোটেলে অভিযান চালিয়ে বিপিএল জুয়া খেলারত ১৯ জুয়াড়িকে গ্রেফতার করে। অপরদিকে নাগেশ^রী উপজেলা মনিয়ারহাট, কান্দুরাহাট ও দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে ৩টি মোবাইল ও ২টি টিভিসহ জব্দ করে। এদিকে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী থেকে ১৮ ও মোগলবাসা থেকে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১টি টিভি ও ১টি মোবাইল জব্দ করা হয়। মহেশখালীতে দেয়াল ধসে গৃহকর্তার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ৪ জানুয়ারি ॥ মহেশখালীতে প্রবল বর্ষণে নির্মাণাধীন কাঁচা ঘরের দেয়াল ধসে পড়ে গৃহকর্তা নবী হোসেন (৪০) নিহত হয়েছে। এই ঘটনায় গৃহকর্তার স্ত্রী ও শিশু পুত্র গুরুতর আহত হয়েছে। আহতদের চকরিয়া জমজম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পূর্ব ইউনুছখালী এলাকার পাহাড়তলী গ্রামে। নিহত নবী হোসেন ওই এলাকার আবুল হোসেনের পুত্র।
×