ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ ঘর ভস্মীভূত ॥ শিশু নিহত

প্রকাশিত: ০৯:২৯, ৫ জানুয়ারি ২০২০

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ ঘর ভস্মীভূত ॥ শিশু নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ ঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে ঘুমন্ত এক শিশুর (২ মাস) মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে শহরের নতুন বাহারছড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু জেলে মোঃ তারেকের পুত্র। এর আগে গ্যাস সিলিন্ডারে দগ্ধ মোহাজেরপাড়ার নূর আহমদের শিশুপুত্র নওশাদ আহমেদ রিজভি মারা গেছে। পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে মারা যায় ওই শিশু। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টায় শহরের নতুন বাহারছড়া এলাকায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই একে একে ১২টি ঘর পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর পুড়ে যাওয়া একটি ঘর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে পাড়ালিয়ার দোকানে নাস্তা কিনতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে অগিদগ্ধ শহর জাসদের সাধারণ সম্পাদক মোহাজেরপাড়ার বাসিন্দা নূর আহমদের শিশুপুত্র নওশাদ আহমেদ রিজভি মারা গেছে। ৩১ ডিসেম্বর অগিদগ্ধ হয় সে। নিহত রিভজি কক্সবাজার কেজি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
×