ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাটকল শ্রমিকরা কাজে যোগ দেয়ায় শিল্পাঞ্চল কর্মমুখর

প্রকাশিত: ০৯:২৭, ৫ জানুয়ারি ২০২০

পাটকল শ্রমিকরা কাজে যোগ দেয়ায় শিল্পাঞ্চল কর্মমুখর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আমরণ অনশন কর্মসূচী প্রত্যাহারের পর রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা শনিবার সকালের পালা (ডিউটি) থেকে কাজ শুরু করেছেন। এর ফলে খুলনার পাটকল কেন্দ্রিক শিল্পাঞ্চল আবার কর্মমুখর হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার রাতে বস্ত্র ও পাটমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বিজেএমসির সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক শেষে ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাস দেয়া হয়। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী শ্রমিকদের এ আশ্বাস দিলে আমরণ অনশন কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগদান করেন। খুলনা-যশোর অঞ্চলে রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে নয়টি। এর মধ্যে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে ক্রিসেন্ট, খালিশপুর, প্লাটিনাম ও দৌলতপুর জুট মিল, দীঘলিয়া উপজেলায় স্টার জুট মিল, আটরা শিল্প এলাকায় আলিম ও ইস্টার্ন জুট মিল অবস্থিত। এছাড়া যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় রয়েছে যশোর জুট ইন্ডাস্ট্রি (জেজেআই) ও কার্পেটিং জুট মিল। যশোরের দু’টি মিল অনশনে ছিলনা। বর্তমানে সব কয়টি মিল চালু হওয়ায় শিল্পাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে । রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক নেতা মোঃ মুরাদ হোসেন বলেন, পাটমন্ত্রী, শ্রমমন্ত্রী আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে নতুন মজুরি কমিশনের স্লিপ দেয়া হবে মর্মে আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। শনিবার ভোর ৬টা থেকে শ্রমিকরা কাজে যোগদান করেছেন। আলিম জুট মিলের সিবিএ সভাপতি সাইফুল ইসলাম লিটু বলেন, শনিবার সকালের পালা থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
×