ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অটোমোবাইল শিল্পে শুল্ক কমানোর ঘোষণা চীনের

প্রকাশিত: ০৯:২২, ৫ জানুয়ারি ২০২০

অটোমোবাইল শিল্পে শুল্ক কমানোর ঘোষণা চীনের

অর্থনৈতিক রিপোর্টার ॥ অটোমোবাইল শিল্প খাতে আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে চীন। চলতি বছরেই এ সিদ্ধান্ত কার্যকর করবে দেশটির ন্যাশনাল ট্যারিফ কমিশন। অটোমোবাইল শিল্প খাতে আমদানি শুল্ক কমানোর ঘোষণা প্রসঙ্গে বেজিং জানায়, দেশীয় বাজারে স্বল্পমূল্যে গাড়ি সরবরাহের লক্ষ্যে, অটোমোবাইল পণ্য আমদানির শুল্ক ৩ শতাংশ হারে কমানোর পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ অটোমোবাইল শিল্পকে সমৃদ্ধ করতে এ খাতের কাঁচামাল আমদানিতেও একই হারে শুল্ক কমানো হবে। চীন বলছে, এতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়বে।
×