ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্যারন হলেন গ্রেটা

প্রকাশিত: ০৯:১৬, ৫ জানুয়ারি ২০২০

শ্যারন হলেন গ্রেটা

আলোচিত জলবায়ু কর্মী সুইডেনের কিশোরী গ্রেটা থুনবার্গ টুইটার একাউন্টে তার নাম পরিবর্তন করে শ্যারন রেখেছে। এক গেম শো প্রতিযোগীর সম্মানে সে এটা করেছে। তবে প্রতিযোগিতায় সে কে ছিল সে সম্বন্ধে কোন ধারণা ছিল না। শুক্রবার বিকেলে গ্রেটা তার নাম পরিবর্তন করে। এদিন সে তার বয়সও পরিবর্তন করে। শুক্রবার ছিল তার জন্মদিন এবং সে ১৭ বছরে পা রেখেছে।-এপি প্লেনের ইঞ্জিনে কয়েন ছুড়ে প্লেনের ইঞ্জিনে ‘লাকি কয়েন’ ছুড়ে মারার দায়ে এক চীনা যাত্রীকে জরিমানা করা হয়েছে। লু চাও নামে ওই যাত্রী তিয়ানঝুসান বিমানবন্দর থেকে গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ওই বিমানে চড়েন। ২৮ বছর বয়সী ওই যাত্রীকে ক্ষতিপূরণ হিসেবে বাজেট এয়ারলাইনকে ১৭ হাজার ২০০ ডলার দিতে নির্দেশ দেয়া হয়েছে। ওই এয়ারলাইনকে ‘লাকি এয়ারলাইন’ বলে ডাকা হয়। বিমানের একটি ইঞ্জিনের নিকট কয়েনটি খুঁজে পাওয়ার পর বিমানটি ভূমিতে অবতরণ করে।-এপি
×