ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শীত ও বৃষ্টি উপেক্ষা করে শাহীনবাগে নারীদের কর্মসূচী অব্যাহত

প্রকাশিত: ০৯:১৩, ৫ জানুয়ারি ২০২০

শীত ও বৃষ্টি উপেক্ষা করে শাহীনবাগে নারীদের কর্মসূচী অব্যাহত

ভারতের কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকারের নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। তবে এসবের মধ্যে সকলের নজর কেড়েছে দিল্লীর শাহীনবাগ এলাকার বিক্ষোভ। এখন পর্যন্ত রাজপথ ছাড়েনি শাহীনবাগের শত শত নারী। শুক্রবার প্রচণ্ড ঠাণ্ডা ও বৃষ্টির মধ্যেও বিক্ষোভ চালিয়ে গেছেন এই শত শিক্ষিত নারীরা। শাহীনবাগে তরুণী ও শিশুর সঙ্গে শত শত বৃদ্ধাও অংশ নিয়েছেন। এসব নারীর প্রতিজ্ঞা-জয় না আসা পর্যন্ত শাহীনবাগ ছাড়বেন না তারা। এসব নারীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে চাইলেও তারা আন্দোলন চালিয়ে যেতে অটল থাকবেন। এই বিক্ষোভ আরও একটি কারণে লক্ষ্যনীয় তা হচ্ছেÑএখানে টানা অবস্থান বিক্ষোভ হলেও কোন সহিংসতা হয়নি। আশপাশে ছোট আকারের লাউড স্পিকার বসিয়ে তারা মাঝে মাঝে আজাদী সেøাগান দিচ্ছে। তারা বলছে, মোদি এবং অমিত শাহ এখানে এসে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি না দেয়া পর্যন্ত তারা অবস্থান তুলবে না। প্রায় দুই সপ্তাহ ধরে নারীরা দিল্লীর অন্যতম প্রধান একটি সড়ক আটকে বসে রয়েছেন। এসব নারীর দাবি, আমরা আমাদের অধিকার ও ন্যায্যতার জন্য লড়ছি। এসব নারী দিল্লী ও উপশহর নয়ডার পথ আটকে বসে রয়েছেন। বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমে বাড়ছে। বিশেষভাবে লক্ষ্য করা গেছে, শাহীনবাগের বিক্ষোভে অংশ নেয়া বেশিরভাগ নারী সমাজের ভাল অংশ থেকে আসা। ভাল ইংরেজী বলতে পারা এসব নারী ভারতের নামকরা অনেক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট। শাহীনবাগের এই বিক্ষোভ ভারতের নিষ্পেষিত শ্রেণীর প্রতিবাদের একটি প্রতীক হয়ে উঠেছে। সিএএ বিরোধী বিক্ষোভের প্রথম থেকেই পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল ছুড়েছে। তাদের বেধড়ক পিটিয়েছে। পুলিশের অত্যাচার থেকে শিশুরাও বাদ যায়নি। ভারতের উদারপন্থী রাজনৈতিক দলসহ অন্যরা এই আইনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। -আলজাজিরা
×