ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশীদের মন্তব্য

বারুদে ডিনামাইট ছুড়লেন ট্রাম্প

প্রকাশিত: ০৯:১১, ৫ জানুয়ারি ২০২০

বারুদে ডিনামাইট ছুড়লেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ম্যাচবক্সে ডিনামাইট স্টিক ঘঁষেছেন। বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিমান হামলা চালিয়ে ইরানের শীর্ষস্থানীয় জেনারেলকে পরিকল্পিত হত্যার সঙ্গে এ টসটি করেছেন তিনি। আইওয়ায় ভোট শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানী জেনারেল সোলাইমানিকে মার্কিন বিমান হামলায় হত্যার ঘটনা তার ডেমোক্র্যাটিক বিরোধীদের জন্য এক নতুন চ্যালেঞ্জের সূচনা করেছে। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থীরা এক সন্ত্রাসীকে হত্যায় কেমন প্রতিক্রিয়া দেখাবেন এবং এ হত্যায় মধ্যপ্রাচ্যে আরও একটি মারাত্মক সংঘাত দেয়ার সম্ভাবনা রয়েছে কি? ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে মনোনয়ন দৌড়ে যেখানে পররাষ্ট্র নীতি প্রায় শূন্য, কোন ফাটল দেখা দেবে কি না এ প্রশ্নটিও রয়েছে। ডেমোক্র্যাটিক মনোনয়ন প্রত্যাশীরা প্রচার অভিযানে স্বীকার করেন যে, সোলাইমানি আমেরিকানদের মৃত্যুসহ মধ্যপ্রচ্যে অনেক রক্তক্ষরণের জন্য দায়ী। তারা ইরানী প্রতিশোধের সম্ভাব্য পরিণামের ওপর জোর দিতে গিয়ে একথা বলেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বিমান হামলার পর এক বিবৃতিতে বলেন, সোলাইমান সন্ত্রাসের সমর্থক ছিলেন এবং নৈরাজ্য বিশৃঙ্খলার বীজ বুনেছেন। কেউ অস্বীকার করবে না যে, বিষয়টি একটি বিপজ্জনক অঞ্চলে এক গতিশীল তৎপরতা। প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, এর লক্ষ্য হচ্ছে ইরানকে ভবিষ্যত হামলায় নিরুৎসাহিত করা। কিন্তু এ বিমান হামলা প্রায় নিশ্চিত বিপরীত ফল আসবে। বাইডেনের এ বিবৃতি কয়েকজন শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীদের বিবৃতির মতোই। মিনেসোটার সিনেটর এ্যামি ক্লোবুচার সতর্কতা উচ্চারণ করে বলেছেন, এ হামলায় সংঘাত বৃদ্ধির বিষয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। ইন্ডিয়ানার সাউথবেন্ডের সাবেক সদস্য মেয়র পেটে বুটিগেগ বলেন, দেশ পরিণামের জন্য প্রস্তুত কি না যে বিষয়ে প্রশ্ন উঠে। ক্লোবুচার ও বুটিগেগ বিমান হামলার আগে কংগ্রেসে নেতৃস্থানীয় সদস্যদের সঙ্গে পরামর্শ করতে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার জন্য নিন্দাও প্রকাশ করেন। মনোনয়ন প্রতিযোগিতায় শীর্ষস্থানীয় দুই অগ্রগামী প্রার্থী ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত হওয়ার ভবিষ্যত সম্পর্কে একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু তারা সমালোচনা করেছেন কঠোর ভাষায়। ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন টুইটে প্রাথমিকভাবে এক বিবৃতিতে পদক্ষেপটিকে অপরিণামদর্শী বলে উল্লেখ করেছেন। কিন্তু তিনি সুলাইমানিকে হত্যাকারী ও হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে আরেকটি ব্যয়বহুল যুদ্ধ অবশ্য আমাদের এড়িয়ে যেতে হবে। -টাইম
×