ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিডিও পোস্ট করে বোকা বনে গেলেন ইমরান খান

প্রকাশিত: ০৯:০৮, ৫ জানুয়ারি ২০২০

ভিডিও পোস্ট করে বোকা বনে গেলেন ইমরান খান

বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের পুরনো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেই তিরস্কারের শিকার হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও ভুলটি করেছেন ইমরান খান নিজেই। কারণ, ভিডিওটি বাংলাদেশ পুলিশের হলেও তিনি সেখানে উল্লেখ করেছেন, ভারতের উত্তর প্রদেশে পুলিশ বাহিনী দ্বারা মুসলিমদের নির্যাতনের কথা। এনডিটিভি। শুক্রবার ইমরান খানের ব্যক্তিগত টুইটার এ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, উত্তর প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন। তবে ভিডিওটি ভুল হওয়ায় তৎক্ষণাৎ ফুঁসে ওঠে ভারতীয় টুইটার ব্যবহারকারীরা। অল্প সময়ের মধ্যে সেখানে ১৯ হাজার টুইট বিনিময় হয়। অনেকে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক কমেন্ট ও মিম দিয়ে ইমরান খানকে নিয়ে ‘মজা’ করেন। পাকিস্তান প্রধানমন্ত্রীর টুইটের প্রেক্ষিতে সাদানন্দ ধুমে নামের একজন লেখেন, একটা দেশের প্রধানমন্ত্রী ভুল সংবাদ ছড়াচ্ছে এটা ঠিক নয়। এ ভিডিওটি বাংলাদেশের। এটা দিয়ে উত্তর প্রদেশের পুলিশের অতিরিক্ত সমালোচনা করা হয়েছে।
×