ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইরানের সঙ্গে যুদ্ধ না যাওয়ার আহ্বান মার্কিন সিনেটরের

প্রকাশিত: ০৯:০৭, ৫ জানুয়ারি ২০২০

ইরানের সঙ্গে যুদ্ধ না যাওয়ার আহ্বান মার্কিন সিনেটরের

ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার পর যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে বলে দেখা দিয়েছে আতঙ্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তাকে হত্যা করা হয়। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিনেটর টিম কেইন। ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে তিনি একটি প্রস্তাব এনেছেন। সিএনএন। কেইনের আনা প্রস্তাব নিয়ে কংগ্রেস ভোটাভুটি হবে, ভোট হবে ট্রাম্পকে ইরানের সঙ্গে শত্রুতা কমানোর নিয়ে। এতে বলা হয়, সিনেট ফরেন রিলেশন্স এবং আর্মড সার্ভিসেস কমিটিজের একজন সদস্য টিম কেইন। তিনি বলেছেন, কয়েক বছর ধরে আমি খুব গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে একটি যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছেন। এখন আমরা এ অবস্থায় ‘স্ফুটনাংকে’ (যে তাপমাত্রায় পানি ফুটে বাষ্প হয়) রয়েছি। ক্ষতিকর পথে আমাদের আরও সেনাকে ট্রাম্প ঠেলে দেয়ার আগেই এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নিতে হবে কংগ্রেসকে। আমি আহ্বান জানাই আমাদের সার্ভিস সদস্যদেরকে এ বিষয়ে একটি বিতর্কের এবং এর ওপর ভোটের জন্য। সেই ভোট হবে মধ্যপ্রাচ্যে আরেকটি অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িত হওয়াটা কি আমাদের জাতীয় স্বার্থে নাকি অন্য কিছু। তার এ প্রস্তাবের কো-স্পন্সর হলেন ইলিনয় থেকে নির্বাচিত সিনেটর ডিক ডারবিন। টিম কেইন নির্বাচিত হয়েছেন ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, পরমাণু সমঝোতা নামের একটি কার্যকর কূটনৈতিক চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে আসা এবং ইরানের সঙ্গে আবার সংঘাতে জড়িয়ে পড়ার কারণে আমরা মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বিপন্ন করার পাশাপাশি আমেরিকার ঘনিষ্ঠ মিত্রদেরকে দূরে সরিয়ে দিয়েছে এবং শত্রুদেরকে জোট পাকানোর সুযোগ করে দিয়েছে।
×