ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাগরিকত্ব আইন নিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ তৃণমূলের

প্রকাশিত: ০৯:০৭, ৫ জানুয়ারি ২০২০

নাগরিকত্ব আইন নিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ তৃণমূলের

ভারতের রাজধানী নয়াদিল্লীর রামলীলা ময়দান থেকে মমতাকে ‘দিদি’ ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তাতে নরম হননি মমতা। তিনি যখন নিজের ভোট ব্যাংক সামলাচ্ছেন তখনই নয়া নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে এক ইঞ্চিও পিছু হটবে না বিজেপি বলে সাফ জানিয়েছেন অমিত শাহ। অমিত শাহের এমন বক্তব্যের জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। অমিত শাহের বক্তব্যের জবাবে তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়েছে, ‘তৃণমূল নেত্রী আগেই বলেছেন জীবন থাকতে তিনি রাজ্যে সিএএ, এনআরসি করতে দেবেন না। আমাদেরও চ্যালেঞ্জ রইল, বিজেপি করে দেখাক।’ জোধপুরের সভায় শনিবার মমতাকেই আক্রমণের মূল লক্ষ্য করেছিলেন অমিত শাহ। মেরুকরণের রাজনীতি উস্কে দিয়ে তৃণমূলনেত্রীর প্রতি তিনি প্রশ্ন ছোড়েন, ‘কোথায় যাবেন নমশূদ্র মানুষেরা? কোথায় যাবেন বাংলাভাষী শরণার্থীরা? আমি মমতাকে প্রশ্ন করতে চাই, এরা আপনার কী ক্ষতি করেছেন? বাঙালী দলিত, বাংলাভাষী হিন্দুরা আপনার কী ক্ষতি করেছেন? কেন এদের নাগরিকত্বের বিরোধিতা করছেন?’ একই রকম চড়া সুরে তৃণমূল শীর্ষ নেতৃত্বও পাল্টা বলেছেন, ‘অমিত শাহ না চেনেন পশ্চিমবঙ্গ, না জানেন উদ্বাস্তুদের প্রকৃত সমস্যা কী। মমতা ক্ষমতায় আসার পরে রাজ্যের সব উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছেন। তার ফলে উদ্বাস্তুরা জমির অধিকার পেয়েছেন, নাগরিকত্বের স্বীকৃতি পেয়েছেন। পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য, যেখানে উদ্বাস্তুদের এই অধিকার দেয়া হয়েছে। আর সেই সত্য গোপন করে বিভ্রান্তি ছড়াতে চাইছেন অমিত শাহ। -আনন্দবাজার পত্রিকা
×