ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাগরিকত্ব আইনবিরোধীদের পুরস্কৃত করবে সমাজবাদী পার্টি

প্রকাশিত: ০৯:০৭, ৫ জানুয়ারি ২০২০

নাগরিকত্ব আইনবিরোধীদের পুরস্কৃত করবে সমাজবাদী পার্টি

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের পেনশনের কথা ঘোষণা করল সমাজবাদী পার্টি। পার্টির নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা রাম গোবিন্দ চৌধুরী এ ঘোষণা দিয়েছেন। সিএনএন। তিনি আরও ঘোষণা করেন, উত্তর প্রদেশে ক্ষমতায় এলে প্রতিটি সিএএ বিরোধী আন্দোলনকারীকে ‘সংবিধান রক্ষক’ পুরস্কারে সম্মানিত করা হবে। রাম গোবিন্দ বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে পার্টির সভাপতি অখিলেশ যাদব যেদিন শপথ নেবেন সেদিন এই প্রতিশ্রুতি পূরণ করা হবে। পাশাপাশি সিএএ, এনপিআর এবং এনআরসি বিরোধী আন্দোলনে যোগ দেয়ার জন্য যাদের বিরুদ্ধে যত মামলা রুজু হয়েছে তা প্রত্যাহার করা হবে। কেন্দ্রীয় সরকার সিএএ প্রত্যাহার না করা পর্যন্ত এই আইনের বিরুদ্ধে সমাজবাদী পার্টি ‘সত্যাগ্রহ’ জারি থাকবে। এদিকে নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের পেনশন দেয়ার সমাজবাদী পার্টির ঘোষণার তীব্র নিন্দা করেছে বিজেপি। দিল্লীতে বিক্ষোভ, ফেঁসে যাচ্ছে ১৫ বাংলাদেশী ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএবি) ও এনআরসি নিয়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে গত ১৭ ডিসেম্বর দিল্লীর শ্যামাপুরিতে যে সহিংসতার ঘটনা ঘটে সেখানে ১৫ জন বাংলাদেশী জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে দেশটির তদন্তকারী সংস্থা। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ওই সহিংসতার ঘটনায় হালনাগাদ তথ্য জানায় তদন্তকারী সংস্থা। এতে সহিংসতায় অংশ নেয়া ১৫ জনের বেশি বাংলাদেশীকে শনাক্ত করা হয়েছে। দিল্লীর আন্দোলনের পেছনে কারা অর্থায়ন করেছে এবং কোন বিদেশী শক্তি মদদ দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে তদন্তকারী দল। ভারতের বহুল বিতর্কিত ‘নাগরিকত্ব সংশোধনী বিল-২০১৯’ লোকসভায় পাস হওয়ার দুই দিন পর ১১ ডিসেম্বর উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয়। বিলটি পাস হওয়ার পর অসম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের পর দিল্লী, উত্তর প্রদেশ ও লক্ষেèৗতে ছড়িয়ে পড়ে। দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে ভারতের ছাত্রসমাজ।
×