ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রবীর বিকাশ সরকার এর তিনটি ছড়া

প্রকাশিত: ১২:২৮, ৪ জানুয়ারি ২০২০

প্রবীর বিকাশ সরকার এর তিনটি ছড়া

রুমালে ফুল ফোটে খুকু, আঁকছে কলি রুমালে ফুল, ফুটবে খোকা ঘুমালে। সেই ফুলেরই ঘ্রাণে লাগবে দোলা প্রাণে হাসবে খোকা ফিক্! এসেই দেখো তবে আমার কথাই হবে এক্কেবারে ঠিক! ** খোকা ও জোনাক দস্যি খোকা জোনাক পোকা খোঁজে দুপুর বেলা, বন-বাদাড়ে পুকুর পাড়ে এটাই যে তার খেলা! আমের পাতা জামের পাতা কাঁঠাল পাতার তলে, ঘুমিয়ে থাকে সবুজ শাখে জোনাক দলে দলে। কী বলে কে জানে ওদের কানে কানে বিকেল হলেই শেষ, খোকার ঘরে সৃষ্টি করে আলোর সমাবেশ। হাজার শত শত ঠিক জানি না কত জোনাক জ্বলে-নেভে, পাড়ার ছেলেমেয়ে সবাই আসে ধেয়ে অবাক কা- ভেবে! ** খোকার পুষি খোকার প্রিয় পুষি খুব তো দেখি খুশি! কারণখানা কী আর... জানার আছে বাকি! বলল টিয়া পাখি, হ্যাপ্পি নিউ ইয়ার! নতুন জামা, টুপি হাত-পায়েতে মোজা, খোকার সঙ্গে পথে চলছে হেঁটে সোজা! তাই না দেখে সব পাড়ার কুকুর এসে, পুষির দিকে চেয়ে সেলাম ঠুকে হেসে!
×