ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএসও সনদ পেল ওয়ালটন

প্রকাশিত: ১২:২২, ৪ জানুয়ারি ২০২০

আইএসও সনদ পেল ওয়ালটন

১ আইটি ডটকম ডেস্ক আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারডাইজেশন’ (আইএসও) সনদ অর্জন করেছে ওয়ালটন মোবাইল। প্রথম ও একমাত্র বাংলাদেশী মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিনটি ক্যাটাগরিতে এই সনদ অর্জন করেছে। সনদগুলো হচ্ছে: আইএসও ৯০০১:২০১৫ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম), আইএসও ১৪০০১:২০১৫ (এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম) এবং আইএসও ৪৫০০১:২০১৮ (ওক্যুপেশনাল হেলথ এ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম)। সূত্রমতে, আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন ব্যবস্থাপনা ও উচ্চমানের পেশাগত স্বাস্থ্য ও কর্মপরিবেশ এবং কারখানার উত্তম নিরাপত্তাব্যবস্থার জন্য ওই তিন ক্যাটাগরিতে আইএসও সনদ পেয়েছে ওয়ালটন ডিজি-টেক। বাংলাদেশী মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে একমাত্র ওয়ালটনই সম্মানসূচক আইএসও সনদ অর্জন করল। যুক্তরাজ্যভিত্তিক ইউনাইটেড কিংডম এ্যাক্রেডিটেশন সার্ভিস (ইউকেএএস) এর অন্তর্ভুক্ত ইউরোপভিত্তিক নিরীক্ষাকারী প্রতিষ্ঠান এজেএ বাংলাদেশ কারখানার সামগ্রিক ব্যবস্থাপনা পর্যালোচনা ও নিরীক্ষার পর ওয়ালটনকে এ সনদ দিয়েছে।
×