ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোবাইলে রাখুন মিউজিক এ্যাপ

প্রকাশিত: ১২:২১, ৪ জানুয়ারি ২০২০

মোবাইলে রাখুন মিউজিক এ্যাপ

১ রেজা নওফল হায়দার ব্যস্ততা নাগরিক জীবনের মানুষকে দেয় না নিজের খেয়াল রাখার সুযোগ। ইট-কাঠের নগরীতে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব একটা সম্ভব হয়ে ওঠে না সব সময়। প্রযুক্তি এ সময়ে যেন এক আশীর্বাদ। রোজকার জীবনের ছোট ছোট ভাবনার দায়িত্বও যেন নিয়ে নিতে চায়। একবিংশ শতাব্দীর এই পৃথিবীতে নিজেদের জীবনকে কীভাবে আরও সহজ করে তোলা যায়, কীভাবে একটি কঠিন কাজকে খুব সহজে শেষ করা যায় এই ভাবনায় আমরা নিজেদের ব্যস্ত রাখতে পছন্দ করি। বর্তমান সময়ে এসে আমরা আমাদের অনেক কাজই মোবাইলের সাহায্যে করে থাকি। খাবার খাওয়া, কাপড় ধোয়া কিংবা ঘর পরিষ্কার- সবকিছুর সমাধান এখন ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। আর সে ক্ষেত্রে মোবাইলের ব্যবহার কম্পিউটারের থেকে অনেকাংশেই বেশি। সস্তার ইন্টারনেটের সৌজন্যে এখন স্মার্টফোন ভরতি করে গান সেভ রাখার অভ্যেস অনেকেরই নেই। যে মুহূর্তে যে গানটা শুনতে ইচ্ছা করে এক ক্লিকে অনলাইনেই তার সন্ধান মেলে। সেভ রেখে আবার অফলাইনেও তা শুনে নেয়া যায়। কিন্তু এমন কিছু ওয়েবসাইট আছে, যেখান থেকে গান শুনতে গেলে আপনার সাধের মোবাইলটি ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাই জেনে নিন মোবাইলে কোন মিউজিক এ্যাপগুলো রাখবেন গান শোনার জন্য। রইল পাঁচটি এ্যাপের সন্ধান যেখানে বিনামূল্যেই শুনতে পারবেন গান। ঔরড় ঝধধাহ অল্পদিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাভান মিউজিক এ্যাপটি। বলিউড-হলিউড তো বটেই নানা আঞ্চলিক ভাষার গানও শোনা যায় এই এ্যাপে। ইউজার নিজের মতো করে প্লে লিস্টও বানিয়ে নিতে পারেন। এছাড়াও ‘ঝধধাহ ঙৎরমরহধষং নামের একটি ক্যাটাগরিও রয়েছে। যেখান থেকে অন্যরকম মিউজিক ডাউনলোড করে শুনতে পারবেন যে কোন সময়। এসবই পাবেন বিনামূল্যে। আরও আকর্ষণীয় কিছু ক্যাটাগরি রয়েছে এই এ্যাপে। যদিও সেসব পেতে গেলে মাসে ৯৯ টাকা খরচ করতে হবে আপনাকে। ঝড়ঁহফঈষড়ঁফ জার্মানের এই মিউজিক স্ট্রিমিং এ্যাপটিতে আন্তর্জাতিক মিউজিকের অফুরন্ত কালেকশন রয়েছে। নানা নামী-অনামী গায়কের অজানা-অচেনা গান খুঁজে পাওয়া যাবে এখানে। শুধু গান শোনাই নয়, আপনিও নিজের গান এখানে আপলোডও করতে পারবেন। নিজের পছন্দের গায়কের গানের নিচে কমেন্ট করার সুযোগও পাবেন। এছাড়াও লাইক, শেয়ার, রিপোস্টও করতে পারেন নিজের ফেবারিট ট্র্যাক। ভাবছেন এসব কিছুর জন্য কত খরচ হবে? না, কোন মূল্য দিতে হবে না আপনাকে। এড়ড়মষব চষধু গঁংরপ এ্যান্ড্রয়েড ইউজারের অনেকেই এ্যাপটি ব্যবহার করেন। এর ফ্রি ভার্সনটিতে ভারতীয় গানের সঙ্গে শোনা যায় রেডিও-ও। এছাড়াও অনলাইন গুগল ক্লাউড লাইব্রেরির সৌজন্যে ৫০ হাজার পর্যন্ত গান বিনামূল্যে আপলোড করা যায়। গুগল এ্যাকাউন্ট খুলে যে কোন স্মার্টফোন থেকেই গুগল প্লে মিউজিকে গান শোনা যায়। ণড়ঁঞঁনব এ এ্যাপের কথা জানেন না বা ব্যবহার করেন না, বর্তমান প্রজন্মের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। এই এ্যাপে বিনামূল্যে অনলাইন ও অফলাইনে গান শোনা যায়। দেখা যায় অফুরন্ত ভিডিও। একনজরেই জেনে নেয়া যায় গানের খুঁটিনাটি। যেমন গায়ক ও ছবির নাম, সুরকারের পরিচয় ইত্যাদি। যে সব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন গান বা ভিডিও এলে সেখান থেকে আসবে নোটিফিকেশনও। বর্তমানে আবার ৯৯ টাকার মাসিক সাবস্ক্রিপশনে মিলবে আরও নানা সুযোগ-সুবিধা। গরীপষড়ঁফ আপনার পছন্দ অনুযায়ী জোনার বেছে নিতে পারেন এখানে। ডিস্ক জকিদের কাছে এ্যাপটি দারুণ আকর্ষণীয়। কারণ নানা ধরনের মিক্স মিউজিকে আপডেটেড থাকে এ্যাপটি। তবে পুরোটাই আপনাকে শুনতে হবে অনলাইনে। ইচ্ছেমতো ফ্রি অডিও শোও উপভোগ করতে পারবেন নিখরচায়।
×