ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩২ বছর পূর্তিতে তির্যক যশোরের ছয়দিনের নাট্য উৎসব

প্রকাশিত: ১২:১৭, ৪ জানুয়ারি ২০২০

৩২ বছর পূর্তিতে তির্যক যশোরের ছয়দিনের নাট্য উৎসব

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ তির্যক যশোরের বত্রিশ বছর পথ চলা উপলক্ষে বৃহস্পতিবার থেকে ছয়দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। যশোর শিল্পকলা একাডেমি মিলানায়তনে সন্ধ্যা ৬টা থেকে নাটক মঞ্চস্থ হয়। এবার এ উৎসবে ৭টি নাটক মঞ্চস্থ হচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৪টার সময় নাট্য উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, স্থানীয় জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার মঈনুল হক, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ। তির্যক যশোরের নাট্য সম্পাদক আলমগীর হোসেন বাবু জানান, উৎসবের প্রথমদিন খ্যাতনামা নাট্য সংগঠক থিয়েটার প্রযোজিত প্রবীর দত্ত রচিত ও নির্দেশিত ‘দ্রোপদী পরম্পরা’ নাটকটি মঞ্চস্থ হয়। দ্বিতীয়দিন শুক্রবার তির্যক যশোরের ‘মাইকেল’ নাটকটি মঞ্চস্থ হবে। উৎসবের তৃতীয়দিন আজ শনিবার লোক নাট্যদলের ‘কঞ্জুস’ নাটকটি পরিবেশিত হবে। আগামীকাল চতুর্থদিন ঝিনাইদহের অঙ্কুর নাট্যদলের ‘সুন্দর’ নাটকটি মঞ্চে আনবে। পঞ্চমদিন গাজী রাকায়েত পরিচালিত চারুনীড়ম থিয়েটার ‘মরা ময়ূর’ পরিবেশন করবে। শেষদিন পালা নাট্যদল আহির বাংলা ‘নোলক জানের পালা’ নাটক পরিবেশন করবে। আয়োজকরা জানিয়েছেন, এবারের নাট্য উৎসবে খ্যাতিমান চার গুণী বরেণ্য নাট্যজন প্রয়াত অমল মজুমদার ও কিংবদন্তি শিক্ষাবিদ প্রয়াত দুলাল হরিদাসের স্মরণে সম্মাননা প্রদান করা হবে। চার গুণী হলেন, নাট্যব্যক্তিত্ব কেএস ফিরোজ, গণমাধ্যম ব্যক্তিত্ব তপন রায়, রবীন্দ্র গবেষক সাধন ঘোষ ও ক্রীড়া সংগঠক সঞ্জয় রায়।
×